সার্থক কুমার দে,অন্ডালঃ বুধবার অন্ডাল ব্লক এলাকায় ভোট প্রচার করলেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এস,এস আলুওয়ালিয়া। এদিন প্রচার শুরু করেন মদনপুর গ্রাম পঞ্চায়েতের ধান্ডারডিহি গ্রাম থেকে। বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে ভোটারদের কাছে এদিন ভোট প্রার্থনা করেন তিনি। প্রচারের ফাঁকে সাংবাদিকদের একাংশের কাছে প্রার্থী আলুওয়ালিয়া বলেন, আমি এখানকার ভুমিপুত্র। শারীরিকভাবে আমি সুস্থ ও সবল। তাই পায়ে হেঁটে ভোটারদের কাছে পৌছাছি। হাঁটার জন্য লাঠি অথবা অন্য কারও সাহায্যের প্রয়োজন হয় না আমার। খনি অঞ্চলে দূষণ,ধস ও পুনর্বাসন নিয়ে প্রার্থী আলুওয়ালিয়া বলেন,দূষণ খনি এলাকার বড় সমস্যা। এর সমাধান ইসিএল কে করতে হবে। এর জন্য প্রচুর গাছ লাগানোর প্রয়োজন। ধস কবলিত হরিশপুর গ্রামে গেলে সেখানকার বাসিন্দারা প্রার্থীকে তাদের সমস্যার কথা জানান। প্রার্থী বলেন, এখন ভোটের কারণে নির্বাচনী আচরণ বিধি লাগু রয়েছে। তাই এখন কোন প্রতিশ্রুতি দিচ্ছি না তবে কথা দিচ্ছি সাংসদ নির্বাচিত হলে ধ্বস এবং পুনর্বাসন নিয়ে উদ্যোগী হব। গোটা এলাকা সার্ভে করা হবে বলে জানান তিনি। মদনপুর,অন্ডাল গ্রাম পঞ্চায়েতের পর দক্ষিণখন্ড, খান্দরা,উখরা এলাকাতেও এদিন নির্বাচনী প্রচার সারেন আলুওয়ালিয়া। আমি সুস্থ, সবল হাঁটা চলার জন্য লাঠি বা অন্য কারও সাহায্য লাগেনা। বিজেপি প্রার্থী আলুওয়ালিয়ার এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। তিনি এই কথা আসানসোল কেন্দ্রে তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে ঠেস দিয়ে বলেছেন বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের। নাম না করে তৃণমূল প্রার্থীকে অসুস্থও অথর্ব বলেছেন বলে মত তাদের। যদিও এই বিষয়ে তৃণমূল প্রার্থী অথবা তৃণমূল দলের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
‘আমি সুস্থ,সবল হাঁটা চলার জন্য লাঠি লাগে না’- কাকে ইঙ্গিত করলেন আলুওয়ালিয়া?
RELATED ARTICLES