Saturday, September 7, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গ‘ওনার মাথাটা কেমন যেন হয়ে গেছে’ মুখ্যমন্ত্রীর নাম না করে মন্তব্য করলেন...

‘ওনার মাথাটা কেমন যেন হয়ে গেছে’ মুখ্যমন্ত্রীর নাম না করে মন্তব্য করলেন বিজেপি প্রার্থী অসীম সরকার

নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ সেহারা অঞ্চলে চা চক্রে যোগদান করলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকার। এদিন বিজেপি প্রার্থী অসীম সরকারের সঙ্গে চা চক্রে এলাকার বিজেপি দলের নেতা কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। রায়না ১ ব্লকের বিজেপি নেতৃত্ব, সেহারা অঞ্চলের কার্যকর্তারা আজ একত্রিত হয়েছিলেন চা চক্রে। পাশাপাশি আজ নির্বাচনী প্রচারও করা হয় বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অসীম সরকারকে সঙ্গে নিয়ে। এদিন এসএসসির আওতায় প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিল হওয়া প্রসঙ্গে বিজেপি প্রার্থী অসীম সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “হাইকোর্টের রায়ের উপরে আমরা কথা বলতে পারি না এরপরেও যদি রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেহ থাকে তাহলে তিনি সুপ্রিম কোর্টে যেতেই পারেন। অনেকবার গেছেন।তবে সুপ্রিম কোর্ট থেকেই এই মামলা হাইকোর্টে সরানো হয়েছিল। মুখ্যমন্ত্রী এখন অনেক কিছুই বলবেন। ‘এখন ওনার মাথাটা কেমন কেমন যেন হয়ে গেছে” বলে মন্তব্য করেন অসীম সরকার। এমনকি মুখ্যমন্ত্রীর শব্দ ব্যবহার নিয়েও কটাক্ষ করেন তিনি। এছাড়াও চাকরি বাতিল হওয়া ব্যক্তিদের আত্মহত্যা না করে বরং যাদের টাকা দিয়ে তারা চাকরি পেয়েছেন তাদের কাছেই যাওয়ার নিদান দিলেন অসীম সরকার। রাজ্যের বিভিন্ন দপ্তরে দুর্নীতি নিয়েও রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন অসীম সরকার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments