নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ৯ এপ্রিল – রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করায় বর্ধমান পুর্বের বিজেপি প্রার্থী অসীম সরকারের বিরুদ্ধে দৃষ্টান্ত মুলক ব্যবস্থা নেবার দাবী জানালো পুর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার জেলাশাসক কে রাধিকা আইয়ারের কাছে লিখিত এ ব্যাপারে অভিযোগ জানালো তৃণমূল। জেলা তৃণমুল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম এদিন জানিয়েছেন, বর্ধমান দুর্গাপুর এবং বর্ধমান পুর্বের দুই বিজেপি প্রার্থী লাগাতার বাংলার মহিলাদের অপমান করে বিভিন্ন ধরণের মন্তব্য করে চলেছেন। এর ফলে গোটা জেলার পাশাপাশি বাংলা জুড়েই তৃণমূল কর্মীদের ক্ষোভ বাড়ছে। এর ফলে আইন শৃঙ্খলারও অবনতি হতে পারে। তিনি জানিয়েছেন, গত ৭ এপ্রিল শালীনতার সীমা ছাড়িয়েছেন বিজেপি প্রার্থী অসীম সরকার। অসীম সরকার প্রকাশ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করে বলেছেন, কেউ যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বামীর নাম বলতে পারেন তাহলে তাঁকে তিনি ১ কোটি টাকা দেবেন। বাগবুলবাবু জানিয়েছেন, একদিকে মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য অন্যদিকে ভোটের সময় টাকা ঘুষ হিসাবে দেবার ঘোষণা করে অসীম সরকার নির্বাচন বিধি লঙ্ঘন করেছেন। তাই এদিন জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ তাঁরা জমা দিয়েছেন। একইসঙ্গে এব্যাপারে রাজ্য নির্বাচন কমিশনের কাছেও তাঁরা অভিযোগ পাঠিয়েছেন। বাগবুল ইসলাম জানিয়েছেন, বিজেপি হচ্ছে পচা ডোবা। সেখান থেকে দুর্গন্ধই বের হবে।
বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের তৃণমূলের
RELATED ARTICLES