নিজস্ব প্রতিনিধি,বর্ধমান: পশ্চিমবঙ্গকে দুস্কৃতি ও দুর্নীতি মুক্ত করবে কেন্দ্রীয় সরকার। এখন এনআইএ গেছে সব ঠাণ্ডা হবে।এখন সাপ বেরুচ্ছে, ইদুর বেরুচ্ছে। ষড়যন্ত্র আছে বলেই এনআইএ এসেছো। ছোটো খাটো নয়,আন্তর্জাতিক যড়যন্ত্র।
সন্দেশখালীতেও তাই,ভূপতি নগরেও তাই।এরকম জায়গায় জায়গায় ঘা হয়ে গেছে। সেগুলোর রিপেয়ারিং চলছে বলে মন্তব্য করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মঙ্গলবার দুর্গাপুরে প্রচারের পর তিনি পূর্ব বর্ধমানের নাড়াগোয়ালিয়া গ্রামে।সেখানে রক্ষাকালী মন্দিরে পুজো দেন। দিলীপ ঘোষ নাড়াগোয়ালিয়া গ্রামর বাজার মোড় থেকে র্যালি করে নিয়ে যাওয়া যায় রক্ষা কালী মন্দিরে। র্যালিতে বিভিন্ন বাজনা সহ বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত ছিল।
এস এস সি মামলা নিয়ে দিলীপ ঘোষ কি বললেন?
এসএসসি মামলায় ক্ষুব্ধ বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ মুখ্যসচিবকে সময় বেঁধে দেওয়ায়, ঘাড়ে ধরে নিয়ে এসে সাজা দেওয়া উচিত বলে মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মঙ্গলবার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ নির্বাচনী প্রচারে যান পূর্ব বর্ধমানের মেমারির বোহার গ্রামে।সেখানে তিনি বলেন, যারা গণ্ডগোল করেছে,তারা কোর্ট ডাকলে যায় না,সেন্ট্রাল এজেন্সি ডাকলে যায় না।ভাবছে বেঁচে যাবে।বিচার ব্যবস্থার বাইরে কিছু হবে না। সবাইকে মানতে হবে। আমার মনে হয় কড়াকড়ি করা দরকার।বিচার ব্যবস্থার প্রতি মানুষের ভরসা চলে যাচ্ছে। মানুষকে লুট করবে,মানুষের ইচ্ছা নিয়ে, অর্থ নিয়ে ছিনিমিনি খেলবে।আর যখন কোর্ট ডাকবে তখন পালিয়ে যাবে।আমার তো মনে হয় ঘাড়ে ধরে নিয়ে এসে সাজা দেওয়া উচিত প্রত্যেকের।