নিজস্ব প্রতিনিধি,বর্ধমান: বিজেপি কর্মীদের পোলে বেঁধে, টেংরি খুলে নেবার হুমকি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় এক নেতা। তার এই উত্তেজক বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। দুদিন আগেই কলকাতায় জনগর্জন সভার প্রস্তুতির জন্য পূর্ব বর্ধমানের সদর ১ নং ব্লকে একটি সভা ডাকা হয়েছিল। এইসভায় অন্য নেতাদের সঙ্গে বক্তব্য রাখেন রায়ান অঞ্চল সভাপতি শেখ জামাল। ভাইরাল ভিডিওতে দেখা গেছে জামাল বলছেন,’ ঝান্ডা লিয়ে যখনই আসবে। নরেন্দ্র মোদীর গুণগান গাইবে, পোলে বেঁধে রেখে আমাদের খবর দেবে। আমি যা বলছি তা করে দেখাই। যে কটা বিজেপির চামচা আছে ট্যাংরা গুটোনো করে গুটিয়ে দেব। ১০০ দিনের টাকা না দিলে টেংরিটা কেটে হাতে ধরিয়ে দেব।’ স্বভাবতই, এই উত্তেজক বক্তব্য নিয়ে সরব হয়েছে বিজেপি।বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, ‘ এ ধরণের হুমকি, এ ধরণের ভাষা গণতন্ত্রে কাম্য নয়। যে নেতারা হাততালি দিচ্ছিলেন তারাও সমদোষে দোষী।পুলিশের মদত না থাকলে এটা হতে পারে না। কে কার টেংরি খুলে নেবে তা জনগণ ঠিক করবে।’ জামালের এই বক্তব্য নিয়ে রক্ষণাত্মক তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র প্রসেনজিৎ দাস। তিনি জানান, ‘ উনি কী বলেছেন তা জানি না। এধরণের কথা দল অনুমোদন করে না।তবে একশো দিনের কাজের টাকা নিয়ে মানুষের ক্ষোভ আছে৷ তবুও দল এসব অনুমোদন করে না। ‘
বিজেপি কর্মীদের পোলে বেঁধে,টেংরি খুলে নেবার হুমকি তৃণমূল নেতার
RELATED ARTICLES