Tuesday, September 10, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গউখড়া এলাকায় ট্রাফিক সচেতনতার পাঠ

উখড়া এলাকায় ট্রাফিক সচেতনতার পাঠ

সার্থক কুমার দে, অন্ডাল : রবিবার অন্ডাল ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকে উখড়া এলাকায় ট্রাফিক সচেতনতা কর্মসূচি পালন করা হয় । ট্রাফিক পুলিশ, সিভিক ভলেন্টিয়ার ছাড়াও এদিনের কর্মসূচিতে ছিলেন অন্ডাল ট্রাফিক গার্ড থানার ওসি এমডি আলী । শংকরপুর মোড়, বাজপাই মোড়, স্কুল মোড়, নতুন হাটতলা এলাকাতে পথ চলতি বাইক চালকদের দাঁড় করিয়ে তাদের ট্রাফিক সচেতনতার পাঠ দেওয়া হয় । পাশাপাশি চালকদের পরামর্শ দেওয়া হয় হেলমেট পড়ে ও ট্রাফিক নিয়ম মেনে বাইক চালানোর । বাইক চালক ও পথ চলতি যাত্রীদের ট্রাফিক পুলিশের পক্ষ থেকে গোলাপ ফুল, চকলেট ও ট্রাফিক নিয়ম সম্মিলিত হ্যান্ডবিল দেওয়া হয় । ট্রাফিক ওসি এমডি আলী বলেন আজ ৩১ শে ডিসেম্বর আগামীকাল ১লা জানুয়ারি এই দুদিন রাস্তায় বেপরোয়াভাবে গাড়ি চালানোর প্রবণতা বেশি লক্ষ্য করা যায় । ফলে বাড়ে দুর্ঘটনার সম্ভাবনা । তাই আজ ও আগামীকাল ট্রাফিক সচেতনতা কর্মসূচিতে বেশি জোর দেওয়া হয়েছে ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments