নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ রেলে কাটা পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে ছাতনা থানার ছাতনা ও ঝান্টিপাহাড়ি স্টেশন মধ্যবর্তী খড়বনা রেলওয়ে ওভারব্রিজ সংলগ্ন এলাকায়।রেল সূত্রের খবর মৃত ওই ব্যক্তির নাম বিভাস চ্যাটার্জি বয়স ৩৭ বছর। বাড়ি বাঁকুড়া সদর থানার সানাবাঁধ এলাকায়। পরিবার সূত্রে খবর ছাতনার জোড়হীড়া এলাকায় একটি বেসরকারি স্পঞ্জ কারখান দীর্ঘদিন কর্মরত ছিলেন। সম্প্রতি কারখানা বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক অনটনে মানসিক অবসাদে ভুগছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ সে বাড়ি থেকে বের হয়। এরপরে তাকে বারবার ফোনে যোগাযোগ করা হলেও তার খোঁজ পাওয়া যায়নি। রেল সূত্রে খবর এদিন রেল লাইনে কর্মরত অবস্থায় রেলের কর্মীরা প্রথম দেখতে লাইনের ধারে রক্তাক্ত অবস্থায় একটি মৃতদেহ পড়ে রয়েছে। মৃতদেহের মানিব্যাগে থাকা আধার কার্ড দেখে পরিবারের সঙ্গে যোগাযোগ করে রেল পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা ঋজু করে তূন্তে নেমেছে রেল পুলিশ।
কাজ হারিয়ে অবসাদে রেলে কাটা পড়ে মৃত্যু হল শ্রমিকের
RELATED ARTICLES


 
                                    
