নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ লোকসভা ভোটকে সামনে রেখেই দুটি ভিডিও ট্যাবলো উদ্বোধন করা হলো বিজেপি জেলা কার্যালয় থেকে। বর্ধমান জেলা বিজেপির কার্যালয় থেকে ট্যাবলো দুটির উদ্বোধন বর্ধমান সদর জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তা। ট্যাবলো দুটি বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা এলাকার প্রত্যেকটি গ্রামে গ্রামে ঘুরবে এবং কেন্দ্রীয় সরকারের দশ বছরের উন্নয়নের খতিয়ান ভিডিও মাধ্যমে তুলে ধরবে সাধারণ মানুষের সামনে। পাশাপাশি ট্যাবলোতে একটি নাম্বার দেওয়া রয়েছে যেখানে যেকোনো সমস্যা হলে অভিযোগ জানানো যাবে। বিজেপি জেলা সভাপতি অভিজিৎ তা জানান, এই কর্মকাণ্ড লাগাতার চলবে। সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে নিজেদের চাহিদা জানাতে পত্র দিতে পারবেন।আর গত দশ বছরের প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রকল্পগুলি সম্পর্কে অবহিত হবেন।
বিজেপি সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে ভিডিও ভ্যান বর্ধমানে
RELATED ARTICLES