নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: ট্রাফিক নিয়ম ও নীতির ভূলভ্রান্তি শুধরে দুর্ঘটনা নিয়ন্ত্রণের পরিবর্তে নতুন পরিবহন আইন চাপিয়ে দেওয়ার প্রতিবাদে আজ বাঁকুড়ার জেলা শাসকের দফতরে বিক্ষোভে ফেটে পড়লেন গাড়ির চালকরা। সর্ব চালক কল্যাণ সংঘ নামের একটি সংগঠনের তরফে বাঁকুড়া শহরে প্রতিবাদ মিছিল করে চালকরা হাজির হন জেলা শাসকের দফতরে। সেখানে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পাশাপাশি জেলা শাসককে নিজেদের দাবীর সমর্থনে স্মারকলিপি দেওয়া হয়। এদিন বাঁকুড়ার জেলা শাসকের দফতরে বিক্ষোভ দেখানো বিভিন্ন গাড়ির চালকদের দাবী দেশে মূলত ২২ টি কারনে পথ দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। অধিকাংশ কারন খতিয়ে দেখলে দেখা যাবে অধিকাংশ দুর্ঘটনার পিছনে রয়েছে ট্রাফিক পুলিশ, পরিবহন দফতর সহ বিভিন্ন সরকারী দফতরের কর্মী ও আধিকারিকদের স্বেচ্ছাচারিতা ও দেশের পরিবহন নীতি। বিক্ষোভকারীদের দাবী দুর্ঘটনার সেই সমস্ত কারন খতিয়ে দেখে তা না শুধরে কেন্দ্রের সরকার জোর করে নতুন পরিবহন আইন লাগু করছে কেন্দ্র। নতুন এই আইন লাগু হলে দেশের ২২ কোটি পেশাদার গাড়ি চালক জীবন জীবিকার অস্তিত্বের সঙ্কটে পড়বে। এই অবস্থায় অবিলম্বে নতুন আইন প্রত্যাহার করা না হলে আগামীদিনে দেশ জুড়ে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারী গাড়ি চালকরা।
নতুন পরিবহন আইন চাপিয়ে দেওয়ার প্রতিবাদে বাঁকুড়ার জেলা শাসকের দফতরে বিক্ষোভ গাড়ি চালকদের
RELATED ARTICLES