নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: কেন্দ্রে পরিবহন ব্যবস্থার নতুন আইনের প্রতিবাদে জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন দিল অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। হিট অ্যান্ড রানের নতুন আইনের অধীনে, কেন্দ্রীয় সরকার ১০ বছরের কারাদণ্ড এবং ১০ লক্ষ টাকা জরিমানার বিধান কার্যকর করেছে।
ট্রাক চালকদের দাবি কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে নতুন আইন ঘোষণা করেছেন তা অবিলম্বে বাতিল করতে হবে। তাদের দাবী না মানলে তারা অনির্দিষ্টকালের জন্য গাড়ি চালানো থেকে বিরত থাকবেন। ড্রাইভাররা জানান, তারা স্বল্প মাইনেতে কাজ করে। এ অবস্থায় কোন দুর্ঘটনার ফলে তাদের যদি জেল বা জরিমানা হলে তাদের পরিবার রাস্তায় এসে পড়বে। তাই অবিলম্বে এই আইন বাতিলের দাবীতে সরব হন তারা। মঙ্গলবার ডেপুটেশন দেওয়ার পর শহরের কার্জনগেট চত্ত্বরে বিক্ষোভ দেখান ড্রাইভাররা। তারা শহরের সংস্কৃতি লোকমঞ্চর সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল করে কার্জনগেট চত্ত্বর পর্যন্ত যান।
কেন্দ্রের নতুন পরিবহন আইনের বিরোধিতায় ট্রাক চালকদের সংগঠন
RELATED ARTICLES