নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের উদ্যোগে ৩৯ তম বাঁকুড়া জেলা বইমেলার প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করলেন বিশিষ্ট সাহিত্যক নলিনী বেরা।তিনি ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক, জেলা পরিষদের সভাধিপতি, পুলিশ সুপার, খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি, বিধায়ক সহ গ্রন্থাগার দপ্তরের আধিকারিকরা। এ বছর বাঁকুড়া জেলা বইমেলা ২ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত চলবে বাঁকুড়া খ্রিস্টান কলেজ ময়দানে বেলা সাড়ে বারোটা থেকে রাত্রি সাড়ে সাতটা পর্যন্ত। এ বছর বাঁকুড়া জেলা বইমেলার মূল মঞ্চ উৎসর্গ করা হয়েছে বাঁকুড়ার সুসন্তান অষ্টম কাণ্ড সম্পূর্ণ জগদ্রামী রামপ্রসাদী রামায়ণ রচয়িতা জগদ্রাম রায়ের নামে। পান্ডুলিপি, দ্রেজ পাবলিশিং, আলাপন, আনন্দ পাবলিশার্স, দেব সাহিত্য কুটির,ছায়া প্রকাশনী, পুনশ্চ সহ মোট ৮৫ প্রকাশনী ও প্রকাশনা সংস্থার বইয়ের স্টল সহ ১০০ টি স্টল রয়েছে।