Sunday, October 13, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গহাইটেনশন তারের নিচে দেওয়াল প্লাস্টার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জখম দুই রাজমিস্ত্রী

হাইটেনশন তারের নিচে দেওয়াল প্লাস্টার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জখম দুই রাজমিস্ত্রী

বিশেষ প্রতিনিধি,দু্র্গাপুরঃ হাইটেনশন তারের নিচে অবস্থিত দোকানের দেওয়াল প্লাস্টার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জখম হলেন দুই রাজমিস্ত্রী। রবিবার সকালে পুরসভার ২৬ নম্বর ওয়ার্ড স্টিল পার্ক মোড়ে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। দুই মিস্ত্রীর মধ্যে একজনের শরীরের প্রায় আশি শতাংশ ঝলসে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বিধাননগরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি একজনের পিঠ ঝলসে গেছে। তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিউ টাউনশিপ থানার পুলিশ ও পুরসভার সহকারী প্রশাসক অমিতাভ বন্দ্যোপাধ্যায়। দোতলা দোকানের যে অংশে প্লাস্টারের কাজ হচ্ছিল সেখান থেকে বিদ্যুতের তারের দূরত্ব কতখানি তা ছবি তুলে নিয়ে যায় পুলিশ। নিউ টাউনশিপ থানার এক আধিকারিক বলেন, ‘দোকান মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments