সংবাদদাতা,কলকাতা,৪ সেপ্টেম্বরঃ দেশের শীর্ষ আদালতের নির্দেশকে অমান্য করে ‘তিলোত্তমা’র নাম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আর সেই অভিযোগ জানিয়ে পুলিশ কমিশনারের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক আইনজীবী। এর ফলে আরো উদ্বেগ বাড়লো বিনীত গোয়েলের।আর জি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় জুনিয়র ডাক্তারকে ধর্ষণ এবং নৃশংসভাবে খুনের ঘটনায় বাংলা সহ গোটা দেশ তোলপাড়। আর জি কর ঘটনায় অপরাধীদের শাস্তির দাবিতে দলে দলে সাধারন মানুষ পথে নেমেছেন। এমনকি যে পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়ে জুনিয়র ডাক্তাররা ২ সেপ্টেম্বর থেকে অবস্থান বিক্ষোভ চালিয়েছেন শুধু তাই নয় খোদ বিনিত গোয়েলের হাতেই তার পদত্যাগের দাবি তুলে দিয়ে এসেছেন জুনিয়ার ডাক্তাররা। সেই বিনীত গোয়েলই সংবাদমাধ্যমের কাছে তিলোত্তমার নাম প্রকাশ্যে আনায় বিতর্ক সৃষ্টি হয়েছে। যেখানে ভারতীয় দণ্ডবিধি এবং ন্যায়সংহিতাতে স্পষ্টভাবে বলা হয়েছে নির্যাতিতার নাম এবং পরিচয় আনা শাস্তিযোগ্য অপরাধ। এই বিষয়ে মামলাকারী আইনজীবী অমৃতা পান্ডের প্রশ্ন সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও নির্যাতিতার নাম উল্লেখ। যেখানে শীর্ষ আদালতের নির্দেশ রয়েছে এরপরেও পুলিশ কমিশনার সেটি অগ্রাহ্য করে নাম জানিয়েছেন মিডিয়াকে। আর সেই অভিযোগ জানিয়ে কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়ে মামলা করার আর্জি আইনজীবী অমৃতা পান্ডের। এই বিষয় প্রধান বিচারপতির প্রশ্ন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলা রয়েছে। সেখানে কেন জানাচ্ছেন না? আপাতত মামলা যখন শীর্ষ আদালতে বিচারাধীন তখন হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি হবে না।
সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য,পুলিশ কমিশনারের বিরুদ্ধে হাইকোর্টে মামলা
RELATED ARTICLES