নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া,১১ মেঃ ভোট প্রচারে পুরুলিয়ায় পথে নামল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতি। এই দুই শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে শনিবার সকালে পুরুলিয়া শহরে ভিক্টোরিয়া স্কুল থেকে একটি মিছিল বের হয়। পুরুলিয়া শহরের একাংশ দিয়ে পৌঁছায় স্থানীয় ট্যাক্সি স্ট্যান্ডে। সেখানে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে পুরুলিয়া জেলা শিক্ষক সমিতির জেলা সভাপতি জ্যোতির্ময় ব্যানার্জি বলেন, “নিজেকে দেশের চৌকিদার বলে ঘোষণা করে গরীব মানুষের ব্যাংকে সঞ্চিত টাকা দিয়ে পেটুয়া শিল্পপতিদের ভাগতে রহো রহো বলেন। তাই, গণতন্ত্রকে সুরক্ষিত রাখতে আমাদের দেশে বিজেপি শাসন মুক্ত করতে হবে।” পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমুল প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে ওই মিছিলে উপস্থিত ছিলেন প্রার্থী ছাড়াও ছিলেন পশ্চিম বঙ্গ তৃণমুল প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী সভাপতি পলাশ সাধুখাঁ। মিছিলের শুরুতে শান্তিরাম বাবু বলেন, বিজেপি কিছু করেনি দশ বছর থেকে মানুষ দেখেছে ওরা প্রতিশ্রুতি দিয়েছে যে সব উদ্যোগ তারা গ্রহণ করেছিল সেই সব মানুষের চোখের সামনে আসছেনা। এই নির্বাচন বিজেপিকে প্রত্যাখ্যান করছেন মানুষ। তার কারণ হচ্ছে বিজেপি দশ বছর ধরে কোনো কাজ করছেনা, তাদের প্রতিনিধিরা কোনো দিন জনসংযোগের মধ্যেও থাকেনি। আর তৃণমুল কংগ্রেসের কর্মীরা সব সময় মানুষের সঙ্গে থাকে দলগত ভাবে সরকার পরিচালনা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সব সময় আছেন। সেটাই হচ্ছে তৃণমুল কংগ্রেসের বৈশিষ্ট্য।
ভোট প্রচারে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতি
RELATED ARTICLES