নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ সন্দেশখালির নির্যাতিতাদের সঙ্গে নিয়ে বাঁকুড়া শহরে বিশাল মিছিল করলেন বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। আজ দুপুরে চড়া রোদ উপেক্ষা করে বাঁকুড়া শহরের হিন্দু হাইস্কুল ময়দান থেকে মিছিল শুরু হয়। বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে বর্ণাঢ্য এই শোভাযাত্রা এদিন বাঁকুড়া শহরের মানুষের নজর কাড়ে।গত কয়েকমাস আগে সন্দেশখালির ঘটনা সামনে আসার পর কার্যত শিউরে উঠেছিল গোটা দেশ। সন্দেশখালির আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ছি ছি পড়ে গিয়েছিল বাংলার উত্তর থেকে দক্ষিণ। সন্দেশখালির সেই ঘটনার মুনাফা এবার নিজেদের ভোট বাক্সে তুলতে মরিয়া বিজেপি। আর সেই লক্ষেই সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়া লোকসভা এলাকাতেও সন্দেশখালির নির্যাতিতাদের সামনে রেখে মিছিল করল বিজেপির মহিলা মোর্চা। এদিন মিছিলের পুরোভাগে ছিলেন সন্দেশখালির আট জন নির্যাতিতা। মিছিলে অংশ নিয়ে সুভাষ সরকারের দাবী,সন্দেশখালির মতো ঘটনা যাতে রাজ্যে আর কোথাও না হয় সেই বার্তা দিতেই সন্দেশখালির মহিলাদের নিয়ে মিছিল করা হয়েছে। একই দাবী করেছেন মিছিলে অংশ নেওয়া সন্দেশখালির মহিলারাও। সন্দেশখালি মেয়েদের নিয়ে এসে বাঁকুড়ায় কি করছেন- প্রশ্ন তুলেছেন তৃণমূল প্রার্থী অরুপ চক্রবর্তী। এই কুরুচিকর প্রচার করে বাঁকুড়াকে অপমান করছেন বিজেপি প্রার্থী।এত নিচে নেমে গেছে বিজেপি,কটাক্ষ তৃণমূল প্রার্থীর।
সন্দেশখালির নির্যাতিতাদের সঙ্গে নিয়ে বাঁকুড়ায় সুভাষ সরকারের মহা মিছিল, ‘বাঁকুড়াকে অপমান’ কটাক্ষ তৃণমূল প্রার্থীর
RELATED ARTICLES