Wednesday, May 8, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গপ্রচারে বেরিয়ে অরুপ ধরলেন লাঙল,সুজাতা মাছ ধরলেন বঁড়শিতে

প্রচারে বেরিয়ে অরুপ ধরলেন লাঙল,সুজাতা মাছ ধরলেন বঁড়শিতে

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ কেউ ধরলেন মাছ, কেউ বাইলেন লাঙল। এমনই চিত্র উঠে এলো তৃণমূলের ভোট প্রচারে। ওই যে বলে না-ভোট বড় বালাই, সত্যিই ভোট বড় বালাই। যেখানে বাঁকুড়া জেলায় মমতা ব্যানার্জির স্নেহধন্য দুই তৃণমূল প্রার্থী একজন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অরূপ চক্রবর্তী ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সুজাতা মন্ডল দুজনেই ভোট প্রচারে অভিনবত্ব আনতে গিয়ে ভিন্ন জায়গায় অভিনব পথে প্রচারে সামিল হলেন। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী চাষের জমিতে নেমে গিয়ে কৃষকদের সঙ্গে হাল (লাঙল) চসলেন, চড়লেন গরুর গাড়িতে। অন্য দিকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল পুকুরে জাল ফেলে ধরলেন রুই কাতলা,গাইলেন ‘দেখুক পাড়া পড়শীতে কেমন মাছ গেঁথেছি বঁড়শিতে’।মাঠে নেমে লাঙল চালানোর সঙ্গে গোরুর গাড়িতে চড়ে গ্রামে প্রচার করলেন।বাঁকুড়ার রাইপুর ব্লকের ধানাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারে যান অরুপ চক্রবর্তী। প্রচার চলাকালীন গ্রাম লাগোয়া একটি মাঠে চাষীদের লাঙল চালাতে দেখেন তৃনমূল প্রার্থী অরুপ চক্রবর্তী। আচমকাই মাঠে নেমে পড়েন অরুপ চক্রবর্তী। স্থানীয় ওই চাষীর সহায়তায় নিজে হাতে লাঙল চালান অরুপ চক্রবর্তী। পরে গ্রামে গিয়ে গোরুর গাড়িতে চড়ে প্রচারে সামিল হন অরুপ চক্রবর্তী। তাঁর দাবী কৃষকদের উৎসাহ দিতেই লাঙল চালিয়েছেন তিনি। তাদের নিজেদের প্রার্থী তাদের সঙ্গে লাগল চালাচ্ছে,খুশি কৃষকরা। তিনি কি কোনদিন লাঙ্গল ধরেছেন জিজ্ঞাসা বিজেপি প্রার্থীর, এসবই আসলে নাটক বলে কটাক্ষ বিজেপির।

অন্যদিকে প্রচারে বেরিয়ে পুকুরে জাল ফেলে মাছ ধরলেন সুজাতা মন্ডল। হাতে মাছ ধরে দেখুক পাড়া পড়শিতে গান গেয়ে সুজাতা হুঁশিয়ারি দিলেন বিজেপিকে বঁড়শিতে গাঁথার।ভোটের দিন যত এগিয়ে আসছে ততই প্রচারে জোর দিচ্ছে ডান বাম গেরুয়া সব দল। প্রচারে নজর টানতে কী না কী করতে হচ্ছে প্রার্থীদের। এবার প্রচারে বেরিয়ে পুকুরে জাল ফেলে নিজে হাতে মাছ ধরলেন সুজাতা মন্ডল। নিজে ধরা বড়সড় কাতলা মাছ হাতে নিয়ে গাইলেন গানও।হুঁশিয়ারি দিলেন এই লোকসভা নির্বাচনে বিজেপিকে বঁড়শিতে গেঁথে ফেলার।প্রচারে বেরিয়ে এর আগে কখনো সেলুনে ঢুকে খদ্দেরের চুল কেটেছেন সুজাতা, কখনো আবার মেলায় পাঁপড়ের দোকানে ঢুকে পাঁপড় ভেজে বিক্রি করেছিলেন। চায়ের দোকানে নিজে হাতে চা করে খাওয়ানো থেকে এক্তেশ্বর মন্দিরে ঢুকে ত্রিশূল হাতে অসুরনাশিনী রূপে ফটোশুট করতে দেখেছে রাজ্যের মানুষ। এবার সুজাতা মন্ডল প্রচারে বেরিয়ে যা করলেন তা দেখে চোখ ছানাবড়া স্থানীয় মানুষের। রাজ্যের সবথেকে বড় মাছের ডিমপোনা উৎপাদন কেন্দ্র রামসাগর লাগোয়া ঠাকুরবাড়ি গ্রামে গিয়ে নিজে হাতে জাল ফেলে ধরলেন জোড়া কাতলা। পরে নিজে হাতে ধরা কেজি তিনেকের কাতলা মাছ হাতে নিয়ে গান গাইতে গাইতে ঘুরলেন পাড়া। পরে ওই তৃণমূল প্রার্থী কার্যত বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বললেন,এই লোকসভা নির্বাচনে বিষ্ণুপুরের মানুষ বিজেপিকে বঁড়শিতে গেঁথে ফেলবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments