নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ রবিবাসরীয় সকালে চায়ের চুমুক দিয়ে জমিয়ে প্রচারে নামলেন বিজেপি ও তৃণমূল দু’পক্ষই। বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকার রবিবার সকালে চায়ে চুমুক দিয়ে জনসংযোগ সারলেন বাঁকুড়ার ধলডাঙ্গাতে। ধলডাঙ্গা মোড়ে রাস্তার ধারে চায়ের দোকানে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে জমিয়ে আড্ডা মারলেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার। দলীয় কর্মীদের সাথে নিয়ে চায়ের দোকানে জনসংযোগের কাজ সেরে নিলেন সুভাষ সরকার। সবজি বাজার ঘুরে মানুষের সাথেও কথাও বলেন তিনি। অন্যদিকে চায়ের আড্ডা জমিয়ে জনসংযোগ বাঁকুড়া লোকসভার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। রবিবার সকালে বাঁকুড়া সার্কিট হাউস মোড়ে চায়ের দোকানে বসে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে জনসংযোগ করে নিলেন অরূপ চক্রবর্তী। রবিবারের সকালে চায়ের কাপে চুমুক দিয়ে সব শিবির এখন জনসংযোগ কে হাতিয়ার করলেন।
চা কে হাতিয়ার করে রবিবারের জমাটি প্রচারে শাসক বিরোধী দুপক্ষই
RELATED ARTICLES



