নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ পশ্চিমবঙ্গে ভোটে সুষ্ঠু পরিবেশের অভাব আছে। মানুষ যাতে আনন্দের সাথে নিজের ভোট নিজে দিতে পারেন সেজন্য হেলপলাইন খুলছে সংগ্রামী যৌথ মঞ্চ। রবিবার বর্ধমানে একথা জানান,সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য আহবায়ক ভাস্কর ঘোষ। তিনি জানান,গত পঞ্চায়েত ভোটের সময় থেকেই তারা এই কাজে এগিয়ে এসেছেন। নির্বাচন কমিশন তাদের উৎসাহ যোগাচ্ছেন। তিনি আরও জানান, এপ্রিলের গোড়ায় এই হেলপলাইন চালু হবে। ভোটকর্মীসহ ভোটারদের সেসব কাজে লাগবে এই ব্যবস্থায়। হেলপলাইনে থাকছে- কেউ ভোট দিতে গেলে ভয় দেখালে তা জানান যাবে। রুট মার্চ কোন এলাকায় হবে তা জানা যাবে। যাতে যেখানে সত্যিকার প্রয়োজন সেখানে রুটমার্চ করা হয়। যাতে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকে। যাতে প্রয়োজনীয় ওয়েব ক্যামের ব্যবস্থা থাকে। যাতে গণনার সময় যথাযথ ব্যবস্থা থাকে। তিনি এবিষয়ে আরও জানান,তারা কোনো দলের বিরুদ্ধে নন। শুধু ভোটকর্মীসহ সাধারণ মানুষ যাতে নিরাপত্তা চান সেটাই দেখতে চান। তিনি জানান,হোয়াটসঅ্যাপ নম্বর,ফোন নাম্বার বা ওয়েবসাইটের মাধ্যমে এইসব ব্যাপারে দাবি বা অভিযোগ জানানো যাবে।
ভোটে সুষ্ঠু পরিবেশের লক্ষ্যে হেলপলাইন খুলছে সংগ্রামী যৌথ মঞ্চ
RELATED ARTICLES