সংবাদদাতা,পুরুলিয়াঃ স্ত্রীকে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হল স্বামীর। এই সাজা ঘোষণা করেন পুরুলিয়া জেলা আদালতের এ ডি জি ১ অর্চিতা বন্দোপাধ্যায়। দোষীকে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ ধারায় তিন বৎসরের কারাদন্ড ও ৩০২ ধারায় যাবজ্জীবন সাজা ঘোষণা করেন।পুরুলিয়া জেলা আদালতের সরকারী আইনজীবী সুবোধ চ্যাটার্জী জানান, ২০১৪ সালে বরাবাজার থানার ধবেড়া গ্রামের চক্রধর মাহাতোর মেয়ে শিখা মাহাতোর সাথে হুড়া থানার সিজু গ্রামের শ্রীমন্ত মাহাতোর আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। তাদের একটি পুত্র সন্তানও হয়। কিন্তু স্ত্রীর উপর সুমন্তর সন্দেহ হতে থাকে কিছুদিন ধরে। আর সেই নিয়ে শুরু হয় অশান্তি। ২০২০ সালের ৩১ জানুয়ারি বেলা দশটা নাগাদ অশান্তি চলাকালীন শিখা মাহাতোকে গলা টিপে খুন করে তার স্বামী সুমন্ত মাহাতো। শিখার কাকা ঈশ্বর মাহাত হুড়া থানায় ভাইজিকে খুন করার অভিযোগ করেন। দোষী সুমন্তর শাস্তির দাবি করেন শিখার পরিবারে লোকেরা। সুমন্ত মাহাতোকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন বিচারক। এছাড়া ভারতীয় দণ্ডবিধির ৪৯৮ ক ধারায় ২ বছর কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা ধার্য করেন পুরুলিয়া জেলা আদালতের এ ডি জি ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক অর্চিতা বন্দোপাধ্যায়।