সার্থক কুমার দে,অন্ডালঃ মহিলাদের উদ্যোগে অন্ডাল পঞ্চায়েত পাড়াতে হয় সর্বজনীন দুর্গাপুজোর আয়োজন। এবার পুজো পা দিল পনেরো বছরে। ষষ্ঠীর দিন হবে পুজোর উদ্বোধন। থাকছে বস্ত্রদান,সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। ২০০৮ সালে অন্ডাল মোড় পঞ্চায়েত পাড়াতে সূচনা হয় সর্বজনীন দুর্গাপুজোর। পুজোর আয়োজক পাড়ার মহিলারা। তবে এই পুজোটির আয়োজনে বড় ভূমিকা রয়েছে অন্ডাল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মিনতি হাজরার। মূলত তার উদ্যোগেই পুজোটি সূচনা হয় ২০০৮ সালে। মিনতি দেবী জানান, আগে পাড়াতে দুর্গা পুজোর প্রচলন ছিল না। প্রতিমা দর্শন করতে যেতে হতো অন্য পাড়ার মণ্ডপে। তাই পাড়াতে পুজোর আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। পাড়ার অন্যান্য মহিলারা এগিয়ে আসেন। সবার প্রচেষ্টাতেই শুরু হয় দুর্গাপুজো আয়োজন। চাঁদা সংগ্রহ থেকে ভোগ বিতরণ সহ পুজোর অন্যান্য সব কাজ পাড়ার মহিলারাই করেন। এবার পুজোর বাজেট প্রায় দেড় লক্ষ টাকা। পুজোটি হয় সবেকি ভাবে। প্রায় তিন মাস আগে শুরু হয় পুজোর প্রস্তুতি। এবার পুজোর উদ্বোধন করবেন এলাকার বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। পুজো কমিটির বর্তমান সম্পাদিকা পম্পা চক্রবর্তী জানান, বস্ত্রদান, কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পুজোতে।
অন্ডালের পঞ্চায়েত পাড়াতে মহিলা পরিচালিত পুজো এবার ১৫ বছরে
RELATED ARTICLES