Saturday, September 7, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গরাজনৈতিক হিংসায় মৃতদের উদ্দেশ্যে তর্পণ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর, কটাক্ষ তৃণমূলের

রাজনৈতিক হিংসায় মৃতদের উদ্দেশ্যে তর্পণ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর, কটাক্ষ তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার ঠিক আগে মহালয়ার তর্পণকে ঘিরেও শুরু হল রাজনৈতিক আকচা আকচি। আজ বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর সতীঘাটে তর্পন করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের দাবী নিজের পিতৃপুরুষের উদ্যেশ্যে তর্পনের পাশাপাশি ২০১৮ সাল থেকে রাজনৈতিক হিংসায় বলি এ রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের মৃতদের প্রতি তিনি তর্পণ নিবেদন করেছেন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর এই তর্পন নিবেদনকে নাটক বলে কটাক্ষ করেছে তৃণমূল। পিতৃপক্ষের শেষ। শুরু হচ্ছে দেবী পক্ষের। আর সেই পিতৃপক্ষ ও দেবী পক্ষের সন্ধীক্ষণে মহালয়ার তর্পণেও এবার জড়াল রাজনীতি। আজ সকালে দলের কর্মীদের সঙ্গে নিয়ে গন্ধেশ্বরী নদীর সতীঘাটে হাজির হন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। রীতিমত নদীর জলে স্নান করে মন্ত্রোচ্চারণের মাধ্যমে তিনি তর্পণ নিবেদন করেন। পরে মন্ত্রীর দাবী ২০১৮ সাল থেকে এ রাজ্যে রাজনৈতিক হিংসায় বিভিন্ন রাজনৈতিক দলের ২৩৭ জন খুন হয়েছেন। এর মধ্যে বিজেপি কর্মীর সংখ্যাই বেশি। তৃনমূলের গোষ্ঠীদ্বন্দে বেশ কিছু তৃনমূল কর্মীও খুন হয়েছেন। খুন হওয়া সব রাজনৈতিক দলের কর্মীদের প্রতি এদিন তিনি তর্পণ নিবেদন করেছেন। এর পাশাপাশি সুভাষ সরকারের দাবী এ রাজ্যে অশান্তির পরিবেশ কায়েম হয়েছে। এদিনের তর্পণের মাধ্যমে  রাজ্যে শান্তি স্থাপনের কামনাও তিনি জানিয়েছেন। তাঁর আশঙ্কা লোকসভা নির্বাচন যত এগিয়ে আসবে এই অশান্তির ঘটনা আরো বৃদ্ধি পাবে। তাই রাজ্যে শান্তি স্থাপন অত্যন্ত জরুরী। সুভাষ সরকারের এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল। তৃণমূলের কটাক্ষ, নির্বাচন এগিয়ে আসাতেই এখন এইসব নাটক করছেন সুভাষ সরকার। রাজ্যে যথেষ্ট শান্তির পরিবেশ বজায় রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments