সংবাদদাতা,দুর্গাপুরঃ পশ্চিম বর্ধমান ডিসট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন-এর সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে ইস্পাতনগরী বিজোনের বিধান ভবনে আয়োজন করা হয় জেলা যোগাসন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় তিন বছর থেকে ৭০ বছরেরও বেশী বয়সী প্রতিযোগিরা অংশ গ্রহন করে। শিশু, কিশোর, তরুণ,তরুণী থেকে শুরু করে বিভিন্ন বয়সী প্রায় তিনশ পঁচাত্তর জন পুরুষ ও মহিলা এই প্রতিযোগিতায় অংশ নেয় বলে উদ্যোক্তারা জানিয়েছেন। প্রতিযোগিতা শেষে সারাদিন ধরে আয়োজিত এই প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে সুব্রত রায় জানান, এবার এই এসোসিয়েশনের সুবর্ণ জয়ন্তী। সেই উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ব্যাপক সারা পাওয়া গেছে।
পশ্চিম বর্ধমান জেলা যোগাসন প্রতিযোগিতা
RELATED ARTICLES