বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে দুর্গাপুর স্টিল প্লান্টের (ডিএসপি) এক কর্মীর মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল লিঙ্ক রোডে। পুলিশ জানিয়েছে মৃত কর্মীর নাম সঞ্জয় চক্রবর্তী (৫৫)।ডিএসপির প্লান্ট গ্যারাজ বিভাগের কর্মী ছিলেন সঞ্জয়। সোমবার মর্নিং শিফটের ডিউটি শেষে স্কুটার নিয়ে বাড়ি ফেরার সময় লিঙ্ক রোডে একটি ট্রাক্টর সঞ্জয়কে ধাক্কা মারে। ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। দুর্ঘটনার পরেই ডিএসপি কর্মীরা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাদের বক্তব্য কর্মীদের প্লান্টে যাতায়াতের জন্য লিঙ্ক রোড তৈরি করেছে ডিএসপি। পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা টাকা নিয়ে ওই রাস্তায় ট্রাক ও ট্রাক্টর ঢুকিয়ে দিচ্ছে। ফলে হামেশাই দুর্ঘটনা ঘটছে। লিঙ্করোডে ট্রাক ও ট্রাক্টর চলাচল বন্ধ করার দাবিতে রাস্তা অবরোধ করেন ডিএসপি কর্মীরা। দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রাস্তা অবরোধ থাকে। ওই রাস্তায় ভারী যান চলাচল বন্ধের বিষয়ে ডিএসপির নগর প্রশাসনিক ভবনে বৈঠকের ব্যবস্থা করার পর অবরোধ তুলে নেওয়া হয়।
ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ডিএসপি কর্মীর,উত্তেজনা শিল্পাঞ্চলে
RELATED ARTICLES