Tuesday, September 10, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গজনস্বাস্থ্য কারিগরি দফতরের পাইপ লাইন বসাতে গিয়ে গ্রাম সড়ক যোজনায় তৈরী রাস্তার...

জনস্বাস্থ্য কারিগরি দফতরের পাইপ লাইন বসাতে গিয়ে গ্রাম সড়ক যোজনায় তৈরী রাস্তার দফারফা

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়া: গ্রাম সড়ক যোজনায় তৈরী হয়েছিল পাকা রাস্তা। বছর দুয়েক আগে সেই রাস্তা বেহাল হয়ে পড়ায় তা মেরামত করতেও কসুর করেনি প্রশাসন। কিন্তু সম্প্রতি ওই রাস্তার নীচ দিয়ে পাইপ লাইন বসাতে গিয়ে রাস্তার দফারফা করে দেয় জনস্বাস্থ্য কারিগরি দফতর। ভাঙা রাস্তায় ছাই ফেলে সেই সড়কের বেহাল অংশ ঢাকা দিলেও দিন কয়েক যেতে না যেতেই ফের বেরিয়ে পড়েছে রাস্তার কঙ্কালসার চেহারা। প্রতিদিন বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। অবিলম্বে রাস্তা পুন:নির্মাণের দাবীতে এবার রাস্তায় নামল সিপিএম। রাস্তা অবরোধ করে চলে লাগাতার বিক্ষোভ আন্দোলন। ঘটনা বাঁকুড়ার বড়জোড়া ব্লকের মালিয়াড়া গ্রামের। বাঁকুড়ার বড়জোড়া ব্লকের মালিয়াড়া গ্রাম থেকে মেটালি হয়ে দুর্গাপুর ব্যারেজ পর্যন্ত ৮ কিলোমিটার রাস্তার উপর স্থানীয় ৮ থেকে ১০ টি গ্রামের মানুষ যাতায়াতের উপর নির্ভরশীল তাই নয় এই রাস্তা দিয়ে দুর্লভপুর এলাকা থেকে প্রতিদিন হাজারে হাজারে শিল্প শ্রমিক দুর্গাপুর শিল্পাঞ্চলে যাতায়াত করেন। বছর কয়েক আগে এই রাস্তাটি গ্রাম সড়ক যোজনায় নতুন করে নির্মাণ করা হয়। বছর দুয়েক আগে ওই রাস্তার বিভিন্ন অংশ বেহাল হয়ে পড়লে ফের রাস্তা মেরামত করে পূর্ত দফতর। কিন্তু সম্প্রতি সেই রাস্তা দিয়ে পাইপ লাইন নিয়ে যাওয়ার কাজ শুরু করে জনস্বাস্থ্য কারিগরি দফতর। পাইপ লাইন নিয়ে যেতে গিয়ে গোটা রাস্তা কার্যত খুঁড়ে ফেলে ওই দফতর। পাইপ লাইনের কাজ শেষ হয়ে গেলে খোঁড়া অংশে ছাই চাপা দিয়ে দেওয়া হয়। জলে ধুয়ে ও হাওয়ায় উড়ে সেই ছাই রাস্তা থেকে সরে যেতেই বেরিয়ে পড়ে রাস্তাটির কঙ্কালসার চেহারা। ভাঙাচোরা সেই রাস্তা দিয়ে যাতায়াত করাই এখন দু:সাধ্য হয়ে উঠেছে এলাকার মানুষের। মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। এই পরিস্থিতিতে অবিলম্বে রাস্তা মেরামতের দাবীতে কিছুদিন আগে সিপিএম এর পক্ষ থেকে বিডিওকে চিঠি দেওয়া হয়। চিঠিতে কাজ শুরুর জন্য ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও প্রশাসনের তরফে রাস্তা মেরামতের কোনোরকম উদ্যোগ না নেওয়ায় মালিয়াড়ার কাছে রাস্তা অবরোধ শুরু করেন স্থানীয় সিপিএম নেতা কর্মীরা। বড়জোড়া থানার পুলিশ অবরোধকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে তুমুল বচসা হয় অবরোধকারীদের। অবরোধকারীদের দাবী রাস্তার কাজ শুরু না হওয়া পর্যন্ত তাঁরা কোনোভাবেই আন্দোলন থেকে পিছু হঠবে না। তৃনমূল সিপিএম এর এই আন্দোলনকে নোংরা রাজনীতি বলে কটাক্ষ করেছে। তৃনমূলের দাবী শনিবার প্রশাসনিক ভাবে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করে ওই রাস্তা দ্রুত মেরামতের সিদ্ধান্তের কথা জানিয়েছে বড়জোড়া ব্লক প্রশাসন। তারপরও সিপিএম বিজেপিকে নিয়ে এই নোংরা খেলায় নেমেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments