বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ ভয়াবহ দুর্ঘটনা ঘটল দুর্গাপুর স্টিল প্লান্টে (ডিএসপি)। বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ কারখানার এসএমএস বিওএফ কনভার্টারে (২) তরল লোহা জলের সংস্পর্শে চলে আসায় বিস্ফোরণ হয়। সেই সময় ওই জায়গায় কাজ করছিলেন ইলেকট্রনিক্স টেকনিক্যাল ল্যাবের কর্মী ও আধিকারিকরা। তরল লোহা ছিটকে ঝলসে যান একজন সিনিয়র ম্যানেজার দু’জন ট্রেনি সহ ৮ জন। তাদের প্রথমে প্লান্ট মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ডিএসপি মেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাদের বেসরকারি মিশন হাসপাতালে স্থানান্তর করা হয়। দুর্ঘটনার জন্য কারখানার সবকটি শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা ম্যানেজমেন্টকে দায়ী করেছেন। তাদের অভিযোগ,উৎপাদন বৃদ্ধি করতে গিয়ে শ্রমিকদের সুরক্ষা বিসর্জন দিয়েছে ম্যানেজমেন্ট।
কর্মীদের শরীরে তরল লোহা ছিটকে ভয়াবহ দুর্ঘটনা দুর্গাপুর ইস্পাত কারখানায়
RELATED ARTICLES