নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ সুভাষ সরকারের বিরুদ্ধে ফের পথে নামলেন বিজেপি কর্মীদের একাংশ। আজ বাঁকুড়ার মাচানতলায় রীতিমত কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের ছবিতে জুতোপেটা করে, মুখে কালী লাগিয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীদের ওই অংশ। লোকসভা ভোটের মুখে এই ঘটনায় রীতিমত অস্বস্তিতে গেরুয়া শিবির। মাস কয়েক আগে বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল বিভিন্ন ব্লকের বিজেপি কর্মীদের। রাস্তায় নামতে দেখা গিয়েছিল খোদ বাঁকুড়া শহরের বিজেপি কর্মীদেরও। বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা কার্যালয়ের অন্দরেও কেন্দ্রীয় মন্ত্রীকে তালাবন্দি করে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীদের একাংশ। লোকসভা ভোটের মুখেও সাংসদের বিরুদ্ধে বিজেপির নিচু তলার কর্মীদের ক্ষোভের বহি:প্রকাশ দেখা গেল। আজ বিজেপি কর্মীদের একাংশ বাঁকুড়ার মাচানতলায় ক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভকারীদের দাবী, সুভাষ সরকার করোনার সময় সাধারণ মানুষের পাশে দাঁড়াননি। দলীয় কর্মীরাও তাঁকে ৫ বছর পাশে পাননি। উল্টে দলীয় কর্মীদের একাংশকে তিনি মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছেন। আগামী লোকসভা নির্বাচনে দল তাঁকে প্রার্থী করলে তাঁকে হারিয়ে দেওয়ার হুশিয়ারিও দিয়েছে বিক্ষোভকারীরা। লোকসভা ভোটের মুখে এভাবে দলীয় কর্মীদের একাংশের বিক্ষোভের মুখে বেজায় অস্বস্তিতে পড়ে মুখে কুলুপ এটেছে বিজেপি জেলা নেতৃত্ব।
সুভাষ সরকারের ছবিতে জুতো মেরে,কালি মাখিয়ে,রাস্তায় টায়ার জ্বালিয়ে ক্ষোভ বিজেপি কর্মীদের একাংশের
RELATED ARTICLES