Thursday, December 5, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গফের শুশুনিয়া পাহাড়ের চুড়ায় আগুন,বন দফতরের তৎপরতায় এলো নিয়ন্ত্রণে

ফের শুশুনিয়া পাহাড়ের চুড়ায় আগুন,বন দফতরের তৎপরতায় এলো নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ ফের শুশুনিয়া পাহাড়ের চুড়ায় আগুন লাগার ঘটনা ঘটল। গতকাল সন্ধ্যার পর পাহাড়ের মাঝের বড় চুড়ায় দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন পাহাড়তলির বাসিন্দারা। খবর পেতেই তৎপর হয় বন দফতর। প্রায় দুঘন্টা ধরে ব্লোয়ার দিয়ে ঝরা পাতার সংযোগ বিচ্ছিন্ন করে আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয় বন কর্মীরা। শুশুনিয়া পাহাড়ে আগুন লাগার ঘটনা এই প্রথম নয়। প্রতি বছরই শীত শেষে গাছে ঢাকা এই পাহাড়ের ঝরা শুকনো পাতায় কেউ বা কারা আগুন লাগিয়ে দেয়। সেই আগুন ছড়িয়ে পড়ে পাহাড় জুড়ে। আগুনে পুড়ে মারা যায় অসংখ্য গাছ, কীট, পতঙ্গ সরিসৃপ। গত কয়েকবছর ধরে পাহাড়ের সেই আগুন নিয়ন্ত্রণে বেশ কিছু পদক্ষেপ করেছে বন দফতর। আগুন লাগানো ব্যাক্তিদের চিহ্নিত করতে সিসি ক্যামেরা বসানো হয়েছে পাহাড়ের বিভিন্ন জায়গায়। পাহাড়ের উপরে জলের ট্যাঙ্ক তৈরী করে তাতে মজুত রাখা হয়েছে জল। আগুন লাগলে সেই জল ব্যবহার করে যাতে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা যায় তার ব্যবস্থা রয়েছে। তাছাড়া পাহাড়ের বিভিন্ন জায়গায় শীত শেষের এই মরসুমে নজরদারির জন্য রাখা হয়েছে বন দফতরের নিজস্ব নজরদারি দল। কিন্তু তারপরও অগ্নিকান্ডের ঘটনা এড়ানো গেল না। গতকাল সন্ধ্যায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায় পাহাড়ের মাঝের বড় চুড়ায়। সন্ধ্যের পর এই দৃশ্য নজরে আসতেই পাহাড়ের বড় চুড়ায় ব্লোয়ার নিয়ে উঠে পড়ে বন দফতরের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ১৫ জনের একটি দল। যেখানে আগুন লেগেছে তার চারিদিকের জায়গায় ব্লোয়ার চালিয়ে ঝরা পাতার সংযোগ বিচ্ছিন্ন করে দেন তাঁরা। প্রায় ঘন্টা দু’য়ের চেষ্টায় আগুন ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে। বন দফতরের তরফে জানানো হয়েছে যে এলাকায় আগুন লেগেছে সেই এলাকাটি সিসি ক্যামেরার আওতায় আছে। স্বাভাবিক ভাবে সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুস্কৃতি চিহ্নিত করে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments