নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ বাঁকুড়া জেলায় থাকা সাঁওতালি মাধ্যমের স্কুলগুলিতে নিযুক্ত স্বেচ্ছাসেবী শিক্ষকদের অবিলম্বে পার্শ্বশিক্ষক হিসাবে নিয়োগের দাবীতে আজ বাঁকুড়ার সর্বশিক্ষা মিশনের দফতর ঘেরাও করে ক্ষোভে ফেটে পড়ল আদিবাসীরা। আদিবাসীদের একাধিক শিক্ষক সংগঠন ও সামাজিক সংগঠন যৌথভাবে এই বিক্ষোভ দেখায়। দ্রুত দাবীপূরণ না হলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ওই সংগঠনগুলি। সাঁওতালী মাধ্যমের একাধিক শিক্ষক সংগঠন ও ভারত জাকাত মাঝি পারগানা মহল নামের আদিবাসীদের একটি সামাজিক সংগঠনের দাবী বাঁকুড়া জেলার সাঁওতালি মাধ্যমের প্রাথমিক, মাধ্যমিক ও ইন্টিগ্রেটেড স্কুলে ২০০৭ -২০০৮ সাল থেকে অনেকে স্বেচ্ছাসেবী শিক্ষক হিসাবে কাজ করে আসছেন। উত্তরবঙ্গ সহ বিভিন্ন জেলায় এই ধরনের শিক্ষকদের পার্শ্বশিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হলেও বাঁকুড়া জেলার ক্ষেত্রে তা হয়নি। বারেবারে শিক্ষা দফতরে বিষয়টি জানানো হলেও শিক্ষা দফতর কোনোরকম কর্ণপাত করেনি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে অবিলম্বে জেলার সাঁওতালি মাধ্যমের স্বেচ্ছাসেবী শিক্ষকদের পার্শ্বশিক্ষকের মর্যাদা না দেওয়া হলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সাঁওতালি মাধ্যমের শিক্ষক সংগঠন ও আদিবাসীদের সামাজিক সংগঠনগুলি।
সাঁওতালি মাধ্যমের স্বেচ্ছাসেবী শিক্ষকদের পার্শ্বশিক্ষক হিসাবে নিয়োগের দাবীতে বিক্ষোভ
RELATED ARTICLES