Saturday, July 27, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গজঙ্গলমহলের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে প্রচারে বাম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত

জঙ্গলমহলের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে প্রচারে বাম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ জঙ্গলমহলের প্রতি রাজ্য ও কেন্দ্রের বঞ্চনার অভিযোগকে হাতিয়ার করে এবার জঙ্গলমহলে প্রচারে নামলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত। বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের বিক্রমডিহি গ্রামে এলাকার বাম কর্মীদের নিয়ে মিছিল করে নিজের প্রচার সারেন নীলাঞ্জন দাশগুপ্ত। বাম আমলে জঙ্গলমহলের মানুষের অভাব অভিযোগ ছিল বিরোধীদের অন্যতম অস্ত্র। ২০১১ সালের পরেও বারেবারে শাসক বিরোধীদের মুখে উঠে এসেছে জঙ্গলমহলের উন্নয়ন ও অনুন্নয়নের প্রশ্ন। এবার জঙ্গলমহলে সেই বঞ্চনার প্রশ্ন তুলেই ভোট প্রচারে নামতে দেখা গেল বাঁকুড়ার বামপ্রার্থী নীলাঞ্জন দাসগুপ্তকে। তাঁর দাবী গত এক দশকে একের পর এক আদিবাসী হোস্টেল বন্ধ করে দেওয়া হয়েছে। একের পর এক সমবায়ের দরজায় তালা  পড়ায় লাটে উঠেছে জঙ্গলমহলের অন্যতম অর্থকরী ফসল কেন্দুপাতার ব্যবসা। পরিকাঠামোর দিক থেকেও সেই তিমিরেই রয়ে গেছে জঙ্গলমহল। সব মিলিয়ে জঙ্গলমহল খুব অসহায় অবস্থার মধ্যে রয়েছে। তাঁদের এই অবস্থার কথা পার্লামেন্টে তুলে ধরার জন্যই বামেদের পক্ষে ভোটদানের আবেদন জানাচ্ছেন নীলাঞ্জন দাশগুপ্ত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments