বিশেষ প্রতিনিধি, দুর্গাপুর: গরম নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। বুধবার দুপুরে বুদবুদ থানার তিলডাঙ মোড়ে সভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ” তীব্র গরমে লাগাতার প্রচার করতে গিয়ে তাঁর লু লেগে গেছে। এতটাই গরম যে চোখের চশমাটা পড়া যাচ্ছে না। গরম হয়ে যাচ্ছে। হেলিকপ্টারটা গরমে হিট চেম্বার হয়ে আছে।” গরমের মধ্যে তিনমাস ধরে ভোট নিয়ে উদ্বেগের পাশাপাশি এটা বিরোধী বিজেপির চক্রান্ত বলে তোপ দাগেন মমতা। তিনি বলেন, তিন মাস ধরে নির্বাচন করাচ্ছে নির্বাচন কমিশন। তারা তো ঠান্ডা ঘরে বসে থাকেন। যারা মাঠে ঘোরেন তারা বোঝেন মাটির নিচটা কত গরম। ” গরম প্রসঙ্গে মমতা আরও বলেন ” মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে। রেজাল্ট বেরোনোর পর ছেলে মেয়েরা কলেজে ভর্তি হবে। ভোটের জন্য সব আটকে আছে।” এদিনের বক্তব্যে একাধিকবার বিজেপির সমালোচনা করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন মোদীর বদলে রাজনাথ সিং বা নীতিন গডকড়ি প্রধানমন্ত্রী হতে পারতেন। কিন্তু বক্তব্যর শুরু থেকে শেষ পর্যন্ত একাধিকবার গরমের কথা বলেছেন মমতা। গরম উপেক্ষা করে যারা সভায় এসেছেন তাদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন মমতা।
তীব্র গরমে তিন মাস ধরে ভোট,এখানেও বিজেপির চক্রান্ত দেখছেন মমতা
RELATED ARTICLES