নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ তৃণমূলের কীর্তি আজাদের নাম অনেক আগেই ঘোষণা করেছিল দল। কিন্তু, তার প্রতিদ্বন্দ্বি হিসেবে বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে বিজেপির কে প্রার্থী হবেন তা নিয়ে ছিল চরম কৌতুহল। শেষ পর্যন্ত এই কেন্দ্রে দিলীপ ঘোষের নাম ঘোষনার পর থেকেই এই কেন্দ্রটি বিশেষ মাত্রা পেয়ে যায়। দুর্গাপুরে পা রাখার সঙ্গে সঙ্গেই দিলীপ ঘোষের একের পর এক মন্তব্য ঘিরে শুরু হয় বিতর্ক। তার বিরুদ্ধে মামলাও করে তৃণমূল। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুকথা বলার জন্য কমিশনের পাশাপাশি তার নিজের দলের পক্ষ থেকেও সতর্ক করা হয় তাকে। দিলীপও সেই ঘটনায় ভুল শিকার করেও পরবর্তী সময়ে ফের স্বমেজাজে আরও অনেক কথা বলেছেন প্রতিদ্বন্দ্বি কীর্তির বিরুদ্ধে। দিলীপের ক্রমাগত আক্রমনের চাপে কীর্তিও পাল্টা দিতে থাকেন দিলীপকে। বিজেপি প্রার্থী দিলীপ বার বার প্রচারে গিয়ে দাবি করেছেন, তৃণমূল বহিরাগতকে প্রার্থী করেছে। কীর্তি বাংলা জানেন না বলে তৃণমূলের কর্মী-সমর্থকেরা দলীয় প্রার্থীর সঙ্গে নেই বলেও খোঁচা দেন তিনি। পাল্টা তোপ দাগতে ছাড়েননি তৃণমূল প্রার্থী কীর্তিও। তিনি বলেছিলেন, “দিলীপ ঘোষ পাগল হয়ে গিয়েছেন। ওঁকে মানসিক চিকিৎসার প্রয়োজন।” কীর্তি দিলীপকে মহিষাসুরও বলেছেন। বিগত দেড় মাস ধরে এই দুই প্রার্থীর মৌখিক লড়াই শেষে এবার আসল পরীক্ষার দিন হঠাৎই দুজনের দেখা হয়ে গেল পূর্ব বর্ধমানের মেমারির কুসুম গ্রামে। দু’জনেই বেরিয়েছিলেন ভোট পরিদর্শনে। একে অপরের সঙ্গে দেখা হতেই গাড়ি থেকে নেমে হাসিমুখে করমর্দনের পর তারা আলিঙ্গনও করেন। যদিও কুসুম গ্রামে তাদের সেই সৌজন্যের ছবি বেশীক্ষন স্থায়ী হয়নি,কারন সারাদিনের নানা ঘটনার প্রেক্ষিতে ফের দুজন দুজনের বিরুদ্ধে তোপ দাগা শুরু করেন। নি। বর্ধমানের কপিবাগানের ঘটনায় কীর্তির প্রতিক্রিয়া,যেখানেই দিলীপ ঘোষ যান সেখানেই উত্তেজনা ছড়ায়। তিনি আরো বলেন, নির্বাচন কমিশনে আমরা অভিযোগ জানিয়েছি তারা কোনো কর্নপাত করেননি। তার আরো অভিযোগ, দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীরা সাধারণ মানুষ ও ভোটারদের মারধর করেন। এমনকি মহিলা ও শিশুকেও মারা হয়েছে। দিলীপ ঘোষ সিকিউরিটির অপব্যবহার করছেন।তার নিরাপত্তা থাকার দরকার নেই। এদিন তিনি কপিবাগানে এসে দলীয় নেতা ও কর্মীদের সাথে কথা বলেন। তাদের আশ্বস্ত করেন। অন্যদিকে,দিলীপ ঘোষ বলেছেন, ওরা ভয়ে রয়েছে তাই আমি যেখানেই যাচ্ছি ওরা বাধা দিচ্ছে।
ভোট পরিদর্শনে বের হয়ে মুখোমুখি হতেই পরস্পরকে আলিঙ্গন দিলীপ ও কীর্তির
RELATED ARTICLES