সংবাদদাতা,অন্ডালঃ খনির নিচে নামার সময় দুর্ঘটনায় মৃত্যু হল এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম রঞ্জিত বাউরী। ইসিএল এর জামবাদ কোলিয়ারির ঘটনা। ঘটনার প্রতিবাদে খনি চত্ত্বরে চলে দীর্ঘক্ষণ প্রতিবাদ বিক্ষোভ। সকাল সাতটা নাগাদ অন্ডালের জামবাদ কোরিয়ারিতে কর্মরত অবস্থায় দুর্ঘটনাতে মৃত্যু হল এক খনি শ্রমিকের। মৃত শ্রমিকের নাম রঞ্জিত বাউরি (৪৭)। সহ কর্মীদের কাছ থেকে জানা যায় ডুলি করে খনির নিচে নামার সময় ডুলির স্প্রিং মাথায় লেগে গুরুতর জখন হন ঐ কর্মী। আহত ওই শ্রমিককে চিকিৎসার জন্য তড়িঘড়ি দুর্গাপুরে একটি বেসরকারি হসপিটাল নিয়ে গেলে সেখানকার চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর ওই কর্মীর মৃতদেহ খনিতে নিয়ে আসা হয়। খনি চত্বরে মৃতদেহ নামিয়ে রেখে উপযুক্ত ক্ষতিপূরণ, নিকট আত্মীয়র চাকরি সহ অন্যান্য আর্থিক ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ শুরু হয়। সহকর্মীদের পাশাপাশি বিক্ষোভে অংশ নেই শ্রমিক সংগঠনগুলিও। কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা বলে অভিযোগে সরব হয় শ্রমিক সংগঠনগুলি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত ও দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানাই সংগঠন গুলি। তদন্তের আশ্বাস দেয় কর্তৃপক্ষ। বেশ কয়েক ঘন্টা বিক্ষোভ চলার পর দুপুরবেলা নাগাদ কর্তৃপক্ষ দাবি মেনে নেয়। এরপর উঠে বিক্ষোভ।



