নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ১৫ মে- বাৎসরিক পূজোর আগেই চুরি হয়ে গেল মহিষমর্দিনী মায়ের মূর্তি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মহিষ ডাঙ্গা গ্রামে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মন্দির কমিটির সম্পাদক চিন্ময় যশ জানিয়েছেন, বৃহস্পতিবার মহিষমর্দিনী মায়ের বাৎসরিক পূজা । প্রায় ৩০০ বছরের পুরনো এই পুজো । তিনি জানিয়েছেন, মঙ্গলবার বিকালে সেবায়েত মন্দিরে তালা দিয়ে চলে যান। এরপর বুধবার সকালে মন্দির পরিষ্কার করতে যান দায়িত্বপ্রাপ্ত এক মহিলা। তিনি দেখেন মন্দিরের গেট ভাঙ্গা । গেট কেটে কে বা কারা মূর্তিটি চুরি করে নিয়ে গেছে বলে তার অনুমান । ঘটনার পরেই বিষয়টি পুলিশকে জানানো হয়। এদিকে, বৃহস্পতিবার পুজো থাকার কারণে গ্রামের প্রত্যেকটি বাড়িতে এসেছে আত্মীয়-স্বজন। মেলাও বসেছে মন্দির প্রাঙ্গণে। কিন্তু বুধবার সকালে এই ঘটনায় গোটা এলাকায়ব্যাপক হতাশা সৃষ্টি হয়েছে। মূর্তি চুরি যাবার কারণে সকলেই চিন্তিত। গ্রামবাসীরা জানিয়েছেন এই নিয়ে মোট চারবার তাদের মূর্তি চুরি হলো । রাত পোহালেই মহিষমর্দিনীর বাৎসরিক পুজো । তাই মূর্তিটি ফেরত পাওয়ার আশায় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন গ্রামবাসীরা ।
পুজোর আগের দিন রাতেই মহিষমর্দিনী মূর্তি চুরি
RELATED ARTICLES