সংবাদদাতা, অন্ডাল : অনূর্ধ্ব ১৩ বয়সী ফুটবলার বাছতে তিন দিনের শিবির হলো উখরা স্কুল মাঠে। উখরা ফুটবল একাডেমির ব্যবস্থাপনায় ১৯ তারিখ শিবিরটি শুরু হয়, শেষ হয় রবিবার। শিবিরে যোগ দিয়েছিল ৬০ জন অনূর্ধ্ব ১৩ শিক্ষার্থী। শিবিরের প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন প্রাক্তন ফুটবলার গৌরব চট্টোপাধ্যায়। একাডেমির কর্মকর্তা তথা প্রশিক্ষক শৈলেন পাল জানান, কলকাতার কয়েকটি ক্লাব এবার জেলাস্তর থেকে নিজেদের দলে ফুটবলার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ট্রায়ালের মাধ্যমে তারা ফুটবলার নির্বাচিত করে দলে নেবে। সেই জন্য তারা জেলাগুলিতে বিভিন্ন ফুটবল প্রশিক্ষণ শিবির ও একাডেমীর সাথে যোগাযোগ করেছে। প্রশিক্ষণ দিয়ে ফুটবলারদের ঝাড়াই-বাছাই করতেই তিন দিনের শিবিরটির আয়োজন করা হয়েছিল বলে জানান তিনি।
কলকাতার বিভিন্ন ক্লাবের জন্য ফুটবলার বাছতে জেলায় শিবির
RELATED ARTICLES