কলকাতা,২৬ সেপ্টেম্বরঃ ভাদ্র শেষে আশ্বিন পড়ে গেছে। চারিদিকে দেখা যাচ্ছে কাশ ফুলও। কিন্তু আকাশে সাদা পেঁজা তুলোর মতো মেঘ ভাসতে দেখা যাচ্ছে না। একেবারেই নেই পরিচিত সেই শারদীয়ার আবহাওয়া। উল্টে মনে হচ্ছে এযেন বৈশাখ জৈষ্ঠ্যের আষাঢ় মাস। বৃষ্টি ঝরেই যাচ্ছে।টানা বর্ষণে আর জলাধারগুলি থেকে জল ছাড়ার ফলে পুজোর মুখে বাংলায় বন্যা পরিস্থিতি তৈরী হয়েছে। এখনই যে এই দুর্যোগ থেকে মুক্তি পাওয়া যাবে তেমন আশ্বাসও দিতে পারছে না আবহাওয়া দুফতর। বরং আবহাওয়া দপ্তর যা বলছে তাতে জানা যাচ্ছে আজ, বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত চলবে। কয়েকটি জেলায় অতি ভারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বাকি সব জেলায় আজ ভারি বৃষ্টি হবে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অতি ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে ভারি বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। ভারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও। একটানা বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ নিম্নমুখী। এক ধাক্কায় তাপমাত্রা নেমেছে ৩০ ডিগ্রির নীচে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারি থেকে অতি ভারি বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।আগামী কয়েকদিনে এই আবহাওয়ার যে উন্নতি হবে, তেমন কোনো আশ্বাস এখনও আবহাওয়া দফতর থেকে পাওয়া যায়নি। সব মিলিয়ে দুর্গাপুজোর ঠিক মুখে বাংলা জুড়ে প্রবল এই দুর্যোগের জেরে পুজোকর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। একাধিক বড়-ছোট মাঝারি পুজো মণ্ডপ নির্মাণের কাজ একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। সেই সঙ্গে কুমোরপাড়া গুলিতেও প্রতিমা তৈরির ব্যস্ততা এখন তুঙ্গে। একেবারে শেষ মুহূর্তের কাজ করছেন শিল্পীরা। চলতি দুর্যোগ সেই কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে।
দক্ষিণবঙ্গের সব জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা
RELATED ARTICLES