সংবাদদাতা,দুর্গাপুর,২১ মেঃ দেশজুড়ে পালিত হচ্ছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৩৪ তম মৃত্যুবার্ষিকী। ১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরে নির্বাচনী প্রচার করতে গিয়ে আত্মঘাতী বোমা বিস্ফোরণে তাকে হত্যা করা হয়েছিল। সেই থেকে প্রতি বছর এই দিনে রাজীব গান্ধীকে দেশজুড়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। বিভিন্ন জায়গায় আয়োজন করা হয় তার স্মরণসভা। এদিন দুর্গাপুরেও একাধিক জায়গায় যথাযোগ্য মর্যাদার সঙ্গে রাজীব গান্ধীর ৩৪ তম প্রয়াণ বার্ষিকী পালন করা হয়। স্টিল টাউনশিপের অশোক এভিনিউতে রাজীব গান্ধী স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে দিনটি উদযাপন করা হয়। রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ জানান রাজ্য আইএনটিইউসি-র বরিষ্ঠ সম্পাদক তথা হিন্দুস্থান স্টিল ওয়ার্কাস ইউনিয়নের সাধারণ সম্পাদক (আহ্বায়ক) রজত দীক্ষিত, প্রদেশ কংগ্রেস সদস্য তরুণ রায়,আইএনটিইউসি নেতা রাণা সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ। এই উপলক্ষে এখানে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

দুর্গাপুর মহকুমা কংগ্রেস সেবাদলের উদ্যোগে এবং রাজীব গান্ধী স্মৃতিমঞ্চের উদ্যোগে ইস্পাত নগরীর এ-জোন সানডে ক্লাবের সামনে রাজীব গান্ধী স্মৃতি সৌধে মালা দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। এখানে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি ও প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায়,ইনটাক নেতা রজত দীক্ষিত, রানা সরকার,দুর্গাপুর মহকুমা কংগ্রেস সেবাদলের চেয়ারম্যান অমল হালদার, দুর্গাপুর ২নং ব্লক কংগ্রেস সেবাদলের সভাপতি এডভোকেট রবীন চ্যাটার্জী, কংগ্রেস নেতা তুষার ঘোষ, মাইনরিটি সেলের পক্ষে মোহম্মদ ইসলাম, মহিলা কংগ্রেস নেত্রী সঙ্গীতা ঘোষ, রাজীব স্মৃতি মঞ্চের পক্ষ থেকে সুরজিৎ ভট্টাচার্য। অনুষ্ঠান শেষে এখানেও বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। অন্যদিকে,দুর্গাপুর মহিলা কলেজের সামনের রোটারীতে রাজীব গান্ধীর মূর্তিতে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী সহ জাতীয় কংগ্রেসের জেলা ও ব্লক স্তরের নেতৃত্ব ও কর্মীরা মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পনের মাধ্যমে প্রয়াত রাজীব গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান। এখানে উপস্থিত ছিলেন প্রবীণ কংগ্রেস নেতা সুদেব রায়, জেলা সাধারণ সম্পাদক পামলু মজুমদার, রবীন গাঙ্গুলী,সৌমেন বাউরী,শিবপ্রসাদ পতি,লীনা রায় চৌধুরী, ব্রজমোহন চ্যাটার্জী,সুমনা গুহ,শেহেনাজ আহমেদ, সুকোমল সাহা প্রমুখ। দুর্গাপুরের আরও বেশ কিছু জায়গায় দিনটি পালন করা হয় নানা কর্মসূচীর মাধ্যমে।