Friday, June 13, 2025
Google search engine
Homeদক্ষিণবঙ্গদুর্গাপুরে একদিনে তিনটি মৃতদেহ উদ্ধার

দুর্গাপুরে একদিনে তিনটি মৃতদেহ উদ্ধার

দুর্গাপুর,২৭ মে: একই দিনে দুর্গাপুর শহরের দুটি এলাকা থেকে অল্প সময়ের ব্যবধানে তিনটি মৃত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। ইস্পাত নগরীর ইসকন মন্দির সংলগ্ন বসুন্ধরা পার্কে গাছের ডালে ঝুলে থাকা এক গৃহবধূ আর এক যুবকের দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ স্থানীয়রা গরু চরাতে গিয়ে দেখতে পায় এক বধূ ও এক যুবক গলায় দড়ি দিয়ে গাছের ডালে ঝুলছে। প্রাথমিকভাবে জানা গেছে, যুবকটি জামগড়ার বাসিন্দা। মহিলার নাম পরিচয় জানা যায়নি। মনে করা হচ্ছে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই এই ঘটনা। অন্যদিকে, দুর্গাপুর মহিলা কলেজের সামনের জঙ্গল থেকে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার কোনো পরিচয় পাওয়া যায়নি। একসঙ্গে এভাবে তিনটি মৃত দেহ উদ্ধারের ঘটনায় শহরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments