সংবাদদাতা,অন্ডালঃ চলতি মাসের ১১ তারিখ রাত্রি সাতটা সাড়ে সাতটা নাগাদ সিঁদুলি পঞ্চায়েত অফিসের সামনে গুলিবিদ্ধ হন সিপিআইএম সমর্থক বুদ্ধদেব সরকার নামে এক ব্যক্তি। তাকে লক্ষ্য করে ছোড়া হয় তিনটি গুলি,একটি গুলি তার হাতে লাগে। পরের দিন অন্ডাল থানায় অভিযোগ দায়ের করেন সুশান্ত বাউরী নামে এক প্রত্যক্ষদর্শী। এফ আই আর দায়ের করা সত্ত্বেও পুলিশ এখনো পর্যন্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ। এইআইআরে নাম থাকা সমস্ত দুষ্কৃতিকে দ্রুত গ্রেপ্তার করতে হবে এই দাবীতে বুধবার অন্ডাল থানার গেটে বিক্ষোভ কর্মসূচি করে বামেরা। সিপিআইএম কর্মী সমর্থকরা ছাড়াও এই বিক্ষোভ কর্মসূচিতে শামিল হয়েছিলেন সিপিআই দলের নেতাকর্মী সমর্থকেরাও। বেলা ১১ টা থেকে প্রায় সাড়ে বারোটা পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি চলে। পরে থানার আধিকারিক এর হাতে ডেপুটেশন দেওয়া হয়। সিপিআইএম নেতা প্রবীর মন্ডল জানান, গুলি কাণ্ডে জড়িত দুষ্কৃতীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। সবাই তাদের দেখতে পাচ্ছে, কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। গুলি কাণ্ডে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি ছাড়াও এলাকায় কয়লা বালির অবৈধ কারবার চলছে। সেগুলিও বন্ধ করার দাবি ডেপুটেশনে জানানো হয়েছে বলে বাম নেতা তুফানবাবু জানান।
গুলি কাণ্ডে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে অন্ডাল থানাতে বামেদের বিক্ষোভ
RELATED ARTICLES