Thursday, December 5, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গআইসিডিএস সেন্টারে চুরির ঘটনায় ধৃত এক,উদ্ধার চাল ডাল

আইসিডিএস সেন্টারে চুরির ঘটনায় ধৃত এক,উদ্ধার চাল ডাল

সংবাদদাতা,লাউদোহাঃ গত সোমবার ১৮ সেপ্টেম্বর দুর্গাপুর ফরিদপুর (লাউদোহা) থানার তিলাবনি গ্রামের পুরাতন মসজিদ পাড়াতে চুরির ঘটনা ঘটে একটি আইসিডিএস সেন্টারে। চুরি যায় স্কুলে মজুত রাখা মিড ডে মিলের এক কুইন্টাল ৭৫ কেজি চাল ও ২৫ কেজি মুসুর ডাল। ওই আইসিডিএস সেন্টারের দিদিমণি শুভ্রা দালাল সেদিন জানিয়েছিলেন শনিবার স্কুল হয়েছিল,রবিবার বন্ধ ছিল। সোমবার সকালে স্কুল খুলতে এসে চুরির ঘটনাটি নজরে আসে। সাথে সাথে বিষয়টি তিনি পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের জানান। ঘটনাটি ঘিরে এলাকায় ছড়িয়ে ছিল চাঞ্চল্য। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। বুধবার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শেখ রনি নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। একটি পুকুরপাড় থেকে উদ্ধার হয় চুরি যাওয়া চাল ও মসুর ডাল। ধৃত কে পেশ করা হয় দুর্গাপুর মহকুমা আদালতে বিচারকের এজলাসে। ধৃত কে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, চুরির ঘটনায় আরও কয়েকজন জড়িত ছিল। তাদের সন্ধানেও খোঁজ শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments