Tuesday, September 10, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গনদীর জল বাড়তেই পাড়ে ভাঙ্গন,আতঙ্কে গ্রামবাসীরা

নদীর জল বাড়তেই পাড়ে ভাঙ্গন,আতঙ্কে গ্রামবাসীরা

নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ নদীতে জল বেড়ে আতঙ্কে বেশ কয়েকটি গ্রামের মানুষ। পূর্ব বর্ধমানের রায়না ২ ব্লকের গোতান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কোটশিমুল গ্রামের কাছে মুন্ডেশ্বরী নদী পাড়ে ভাঙ্গন দেখা দেওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দরা। খবর পেয়ে বুধবার সকাল থেকেই  ভাঙ্গন মেরামতিতে নামে সেচ দফতর। গ্রামবাসীদের দাবি নদী পাড়ের ১০০ ফুট মত অংশে ভাঙ্গন দেখা দিয়েছে। সেচ দপ্তর যদিও মনে করছেন খানিকটা জল নামলে মেরামতের কাজ করতে সুবিধা হবে। পরিদর্শনে আসা আধিকারিক রমেশ চন্দ্র জানান, এই সমস্যাটি এখনো খুব বড় আকার নেয়নি। তারা ব্যবস্থা নেবেন। গ্রামবাসীরা তার কথা মেনে নেন নি। তিনি জানান, প্রয়োজনে এখানে বোল্ডার পিচিং করা হবে। এলাকার বাসিন্দা প্রবীর মন্ডল জানিয়েছেন, আমরা আতঙ্কে আছি। ঠিকমতো বাঁধ মেরামত না হলে পাঁচ সাতটা গ্রাম ডুবে যাবে। ঘরবাড়ি, ফসল তলিয়ে যাবে। গোতান গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সাহেব আলি খান জানান, গতরাতে প্রবল দুর্যোগ ছিল। আজ একটু কম। সকাল থেকেই তাই কাজ শুরু হয়েছে। তার কথায় প্রতিবারই একটি জায়গা থেকেই সমস্যা শুরু হয়। এটা একটা বড় সমস্যা। জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ ড: শিশির পাল জানান,  বাঁধ ঠিক  না করা গেলে বড় সমস্যা। অনেক গ্রাম প্লাবিত হতে পারে।  এটা পঞ্চায়েতের পক্ষে সম্ভব নয়। তাই তিনি ডিভিসির নজরে আনার জন্য উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। গ্রামবাসীরা চাইছেন দ্রুত কিছু ব্যবস্থা নেওয়া হোক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments