নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ কেন্দ্রীয় মন্ত্রীর সামনেই বিজেপির গোষ্ঠী কোন্দল। গোষ্ঠী কোন্দলের জেরে বৈঠকের মাঝ পথেই চলে গেলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। রবিবার বিকেলে পূর্ব বর্ধমানের জৌগ্রামের দোগাছিয়ায় বিজেপির কর্মী বৈঠক ছিল।বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরীর।মন্ত্রী বৈঠকে উপস্থিত হতেই বিজেপির কর্মীদের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করে।তাদের দাবী বিজেপি সাংগঠনিক কাটোয়া জেলার সম্পাদক রামকৃষ্ণ চক্রবর্তী ও কনভেনার জীতেন ডকাল শাসকদলের সঙ্গে সমঝোতা করে চলছে।শাসকদলের বিরোধীতা করার জন্য বেছে বেছে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। পাশাপাশি তাদের আরো অভিযোগ রামকৃষ্ণ চক্রবর্তী ও জীতেন ডকালের পছন্দের ব্যক্তিরা দলীয় পদে নিযুক্ত হচ্ছে। গণ্ডগোল ঝামেলার মধ্যে বারে বারে কেন্দ্রীয় মন্ত্রী বিক্ষুব্ধদের থামানোর চেষ্টা করেন।তিনি নিজে মাইক হাতে অনুরোধ করেন বৈঠকে অংশ নিতে।কিন্তু কোনভাবেই বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের শান্ত করা যায় নি।বেগতিক বুঝে মন্ত্রী পঙ্কজ চৌধুরী গাড়িতে উঠে বৈঠক স্থল থেকে চলে যান।
বিজেপির গোষ্ঠী বিবাদের মাঝে পড়ে বৈঠক ছেড়ে চলে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী
RELATED ARTICLES