Tuesday, September 10, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গইসিএলের বাকোলা এরিয়া অফিসে বিক্ষোভ

ইসিএলের বাকোলা এরিয়া অফিসে বিক্ষোভ

সার্থক কুমার দে, অন্ডাল: এক গুচ্ছ দাবিতে সোমবার খনি সংস্থা ইসিএল এর বাকোলা এরিয়া অফিসে বিক্ষোভ কর্মসূচি করল জয়েন্ট অ্যাকশন কমিটি । কর্মসূচি শেষে এরিয়ার জেনারেল ম্যানেজারের হাতে দেওয়া হয় দাবী সনদ। নতুন বেতন বোর্ড অনুযায়ী সঠিক সময়ে বেতন, শ্রীপুর ও সাতগ্রাম এরিয়ার সংযুক্তিকরণের সিদ্ধান্ত বাতিল, কোলিয়ারির ডিসপেন্সারি গুলিতে ২৪ ঘন্টা ডাক্তারের উপস্থিতির ব্যবস্থা, কয়লা খনি বেসরকারিকরণ ও এমডিও মোড বাতিল, শ্রমিকদের আটকে থাকা প্রোমোশন দ্রুত কার্যকর করা, জমির বিনিময়ে চাকুরি প্রার্থীদের দ্রুত নিয়োগপত্র দেওয়া সহ ১৪ দফা দাবিতে সোমবার ইসিএল এর বাকোলা এরিয়া অফিসে বিক্ষোভ কর্মসূচি করলো শ্রমিক সংগঠন গুলির যৌথ মঞ্চ জয়েন অ্যাকশন কমিটি । বিক্ষোভ শেষে জয়েন্ট অ্যাকশন কমিটির প্রতিনিধি দল বৈঠক করেন বাকোলা এরিয়ার জেনারেল ম্যানেজার এর সাথে। তার হাতে দেওয়া হয় দাবী সনদ । বিক্ষোভকারীদের পক্ষে কৃষ্ণ রায় (আইএনটিইউসি) জানান এ দিন দশটা থেকে ১১ টা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments