সার্থক কুমার দে, পাণ্ডবেশ্বরঃ ১০০ দিন প্রকল্প ও আবাস যোজনার বকেয়া টাকা রাজ্যকে দিচ্ছে না কেন্দ্র সরকার। আটকে রাখার টাকা ফিরিয়ে দেওয়ার দাবিতে ২-৩ অক্টোবর দিল্লিতে ধর্না কর্মসূচি করবে তৃণমূল কংগ্রেস। ওই ধর্না কর্মসূচিতে তৃণমূলের নেতা সাংসদরা ছাড়াও যোগ দেবেন রাজ্যের প্রতিটি পঞ্চায়েত এলাকা থেকে ২০ জন করে জব কার্ড হোল্ডার। দলের দিল্লির কর্মসূচির সমর্থনে বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর ব্লকে বাইক মিছিল আয়োজন করা হলো। বহুলা পঞ্চায়েতের পড়াশকোলের পদ্মাবতী মন্দির থেকে বাইক মিছিলটির সূচনা হয়, শেষ হয় হরিপুর পঞ্চায়েত অফিসের বিপরীতে সীতারাম মন্দির চত্বরে। মিছিলে অংশ নিয়েছিল বেশ কয়েক’শ তৃণমূল কর্মী সমর্থক।
দিল্লির ধর্না কর্মসূচীর সর্মথনে তৃণমূলের বাইক মিছিল
RELATED ARTICLES