সংবাদদাতা,অন্ডালঃ উখড়া গেমস এন্ড কালচারাল অ্যাসোসিয়েশন পরিচালিত নক আউট ক্রিকেট প্রতিযোগিতাই বুধবার গ্রুপ (বি) এর দ্বিতীয় খেলায় সাত উইকেটে দানাপুর সি ই রেলওয়ে দলকে হারিয়ে জয়ী হল মহেশ্বর ফাউন্ডেশন ক্লাব (মুজাফরপুর)। উখড়া স্কুল মাঠে এদিনের খেলাতে প্রথমে ব্যাট করে কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে ১৩১ রান করে দানাপুর সি ই রেলওয়ে দল। জবাবে ১৭.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মহেশ্বর ফাউন্ডেশন ক্লাব। আজকের খেলাতে ব্যাটে ৪৪ রান ও বিপক্ষের একটি উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হন দানাপুর দলের রাহুল।