Monday, May 20, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গরাজ্য প্রস্তাব না পাঠানোতেই পিএম উষা প্রকল্পের কোটি কোটি টাকা আটকে,বাঁকুড়ায় জানালো...

রাজ্য প্রস্তাব না পাঠানোতেই পিএম উষা প্রকল্পের কোটি কোটি টাকা আটকে,বাঁকুড়ায় জানালো কেন্দ্রীয় দল

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ রাজ্য প্রস্তাব না পাঠানোতেই আটকে রয়েছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে পিএম উসা প্রকল্পের প্রায় ১৬০ কোটি টাকা। রাজ্যে এসে এমন কথাই জানাল কেন্দ্রীয় দল। বাঁকুড়ার বিভিন্ন কলেজ ও স্কুল ঘুরে মিড ডে মিল নিয়েও অসন্তোষ প্রকাশ করল কেন্দ্রীয় প্রতিনিধি দল। দুটি বিষয়ের জন্যেই রাজ্য সরকারকেই দুষলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। সম্প্রতি প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা অভিযান বা পিএম উসার কেন্দ্রের বরাদ্দের টাকা কীভাবে খরচ করা হচ্ছে, রাজ্যের স্কুলগুলিতে মিড ডে মিলের অবস্থাই বা কী তা খতিয়ে দেখতে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন দফতরের উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল এ রাজ্যে আসে। বাঁকুড়া জেলার একাধিক স্কুল ও কলেজ পরিদর্শন করেন ওই প্রতিনিধি দল। প্রতিনিধি দলের তরফে জানানো হয় পিএম উসা প্রকল্পে রাজ্যের কলেজ গুলির শিক্ষার মানোন্নয়ন ও পরিকাঠামো উন্নয়নের জন্য কেন্দ্রের সরকার এ রাজ্যের কলেজগুলির জন্য ৯০৫ কোটি বরাদ্দ করেছে। এর মধ্যে কেন্দ্রের সরকারের দেওয়ার কথা ৫৪৭ কোটি টাকা। বাকি টাকা দেবে রাজ্য।  কেন্দ্রীয় এই বরাদ্দের মধ্যে ইতিমধ্যেই দুদফায় মোট ৩৭৭ কোটি টাকা রাজ্য শিক্ষা দফতরকে দিয়েছে কেন্দ্র। বাকি রয়েছে তৃতীয় কিস্তির ১৬০ কোটি টাকা। নির্দিষ্ট সময়ে দেওয়া টাকার খরচের হিসাব ও কেন্দ্রের সাথে রাজ্য মৌ স্বাক্ষর না করাতেই রাজ্যের ওই ১৬০ কোটি টাকা আটকে রয়েছে বলে দাবী করেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। শুধু তাই না এ রাজ্যের স্কুলগুলির মিড ডে মিলের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করে ওই প্রতিনিধি দলের সদস্যরা। তাঁদের দাবী কিছুক্ষেত্রে মিড ডে মিলের মান ভালো থাকলেও অনেক স্কুলেই মিড ডে মিলের মান সঠিক নয়। কেন্দ্রীয় এই প্রতিনিধি দলের দাবী পরিদর্শনের রিপোর্ট কেন্দ্রের নির্দিষ্ট দফতরে পাঠানো হবে। কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলেন, প্রতিনিধি দলের কাছে রিপোর্ট পেলেই বিষয়গুলি নিয়ে কেন্দ্রের শিক্ষা দফতর রাজ্য সরকারের শিক্ষা দফতরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানাবে। এর পাশাপাশি পিএম রুসার টাকা আটকে থাকা নিয়ে রাজ্য সরকারকেই দুষেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। সুভাষ সরকারের দাবী অন্যান্য রাজ্য পিএম উসা নিয়ে কেন্দ্রের সাথে মৌস্বাক্ষর করলেও এ রাজ্য তা করেনি। রাজ্য সরকারের সেই শিথিলতার জন্যেই ওই টাকা আটকে আছে কেন্দ্রের কাছে। ইতিমধ্যেই তা রাজ্যের শিক্ষা মন্ত্রীকে  জানানো হয়েছে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। ভোটের আগে রাজনীতি করতে প্রতিমন্ত্রী কেন্দ্রীয় দল নিয়েছে বলেই কটাক্ষ তৃণমূলের। রাজনৈতিক অপপ্রচার কুতসা ছড়াতেই কেন্দ্রীয় দলের আগমন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments