সংবাদদাতা,লাউদোহাঃ পানশিউলি মনসা মন্দির সংলগ্ন নদী ঘাটে সাড়ম্বরে পালিত হলো বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মদিন। বুধবার গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জন্মদিনের অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল। সকলে স্থানীয় মনসা মন্দিরে বিধায়কের মঙ্গল কামনায় শাস্ত্রীয় বিধি বিধান মেনে বিশেষ পূজা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুরে অনুষ্ঠানে যোগ দেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তার উপস্থিতিতে কাটা হয় জন্মদিনের কেক। নদী পাড়ে জন্মদিন উপলক্ষে দলের পক্ষ থেকে দুপুরে ৬০০ জনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। দলের অঞ্চল সভাপতি (গোগলা) গৌতম ঘোষ জানান,নরেন্দ্রনাথ চক্রবর্তী এলাকার বিধায়ক হওয়ার পাশাপাশি দলের আবির্ভাবক, তিনি এলাকার উন্নয়নের কান্ডারী তাই এদিন দলের পক্ষ থেকে প্রিয় নেতার জন্মদিন অনুষ্ঠান আয়োজন করা হয়। অন্যদিকে, এদিন সকাল থেকেই বিধায়কের বাকোলা সুভাস কলোনি বাসভবনে ছিল অনুগামীদের ভিড়। অনেকেই বাসভবনে এসে এদিন বিধায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে যান। পাণ্ডবেশ্বর বিধানসভার বিভিন্ন জায়গাতেও এদিন দল ও অনুগামীদের উদ্যোগে বিধায়কের জন্মদিন অনুষ্ঠান করা হয়।
মন্দিরে পুজো,কেক কেটে বিধায়ক নরেন চক্রবর্তীর জন্মদিন পালন
RELATED ARTICLES