সংবাদদাতা,কলকাতা,১ সেপ্টেম্বর: ফরেন্সিক মেডিসিনের চিকিৎসক দেবাশিস সোম গুরুতর অসুস্থ হয়ে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। সন্দীপ ঘোষের ‘ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত দেবাশিস সোম এখন সঙ্কটজনক অবস্থায় আছেন। তাঁর শর্করার মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে এবং কিডনিতে প্রভাব পড়েছে। আইসিইউতে চিকিৎসাধীন দেবাশিসের ক্রিয়েটিনিনের মাত্রা অনেকটাই বেশি, এবং তাঁর বিপি ও পালস পরিমাপ করা যাচ্ছে না।আশঙ্কাজনক এই অবস্থার পেছনে আরজি কর কাণ্ডে জেরার পরের সময়ে তাঁর হঠাৎ করে এই অবস্থা তৈরি হওয়া নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, দেবাশিস সোমের অসুস্থতা দ্রুত বৃদ্ধি পেয়েছে, যা তদন্তের ওপর কোনো প্রভাব ফেলতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। সন্দীপ ঘোষের সাথে দেবাশিস সোমের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায়, তাঁর যদি কোনো অঘটন ঘটে, তাহলে তা তদন্তের গতিপথে প্রভাব ফেলতে পারে এমন শঙ্কা রয়েছে।
সন্দীপ ঘোষ ঘনিষ্ট দেবাশিস সোম গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি
RELATED ARTICLES