Saturday, September 7, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গপ্রয়াত তৃণমূল সাংসদ কীর্তি আজাদের স্ত্রী

প্রয়াত তৃণমূল সাংসদ কীর্তি আজাদের স্ত্রী

নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর,২ সেপ্টেম্বরঃ প্রয়াত হলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ কীর্তি আজাদের স্ত্রী পুনম(৫৯)। সোশাল মিডিয়ায় নিজেই স্ত্রীর প্রয়াণের খবর দিয়েছেন তৃণমূল সাংসদ। সোমবার  দুপুর ১২টা ৪০ নাগাদ বিধাননগরের একটি বেসরকারী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আজাদের স্ত্রীর প্রয়াণে শোকবার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুনম নিজেও দীর্ঘকাল রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বিজেপি,আম আদমি পার্টি,কংগ্রেস হয়ে শেষে স্বামী কীর্তির সঙ্গে পুনমও তৃণমূলে যোগ দেন। তবে শারিরীক অসুস্থতার কারনে দীর্ঘকাল আগেই রাজনীতির বাইরে ছিলেন। মাস তিনেক আগেই শেষ হয়েছে লোকসভা নির্বাচন। বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে কীর্তি আজাদকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করার পর থেকেই স্বামীর সঙ্গে দুর্গাপুরেই থাকছিলেন পুনম। অসুস্থ শরীর নিয়েও স্বামীর পাশে ছিলেন সর্বদাই। একবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর স্বামীর হয়ে ভোট প্রচারে হুইল চেয়ারে দেখা গিয়েছিল তাকে। সোমবার পুনমদেবীর প্রয়াণের খবর জানার পরই বর্ধমান ও দুর্গাপুরের তৃণমূল শিবিরে শোকের ছায়া নেমে আসে। শেষ শ্রদ্ধা জানান পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়,এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত,মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, ডিসিপি অভিষেক গুপ্তা। দুর্গাপুরের বীরভানপুর শ্মশানেই তার শেষকৃত্য সম্পন্ন হয়। পুনম দেবীর প্রয়াণে শোকবার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, “আমাদের সাংসদ ও বিশ্বকাপজয়ী ক্রিকেটার কীর্তি আজাদের স্ত্রী পুণম ঝা আজাদের মৃত্যুসংবাদ শুনে দুঃখিত। পুণমকে আমি দীর্ঘদিন ধরে চিনতাম। আমি জানতাম যে উনি তিনি গত কয়েক বছর ধরেই খুব অসুস্থ ছিলেন। কীর্তি ও তাঁর পরিবার সবরকম চেষ্টা করেছিলেন। পুণমের লড়াইয়ে পাশে ছিলেন। কীর্তি ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের আমার সমবেদনা জানাই। আশা করি পুণমের আত্মা শান্তি পাবে”।

লোকসভা নির্বাচনের প্রচারে প্রার্থী কীর্তি আজাদের সঙ্গে স্ত্রী পুনম দেবী। ফাইল ছবি
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments