Tuesday, November 12, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গপুজো বোনাস নিয়ে ফের বিক্ষোভে সামিল দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মীরা

পুজো বোনাস নিয়ে ফের বিক্ষোভে সামিল দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মীরা

দুর্গাপুর,৫ অক্টোবরঃ ফের বোনাসের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করল দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক কর্মচারীরা। বোনাসের দাবিতে ডিএসপির ইডি (ওয়ার্কস) কার্যালয়ের সামনে শনিবার বিক্ষোভ দেখালেন শ্রমিকেরা। কারখানার একাধিক স্বীকৃত শ্রমিক সংগঠনের যৌথ নেতৃত্ব এই কর্মসূচি নেয়। সংগঠনগুলির দাবি,বোনাস নিয়ে বার বার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা এবং দিল্লিতে বৈঠক করেও দাবিপূরণ হয়নি। তাই তারা বাধ্য হয়ে ফের বিক্ষোভে সামিল হয়েছেন।  এ দিন সকাল থেকে ইডি (ওয়ার্কস) কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন কারখানার শ্রমিকেরা। কয়েক ঘন্টা ধরে চলে এই বিক্ষোভ। সেখানে বোনাসের দাবি নিয়ে বক্তব্য রাখেন ডিএসপির আইএনটিইউসি অনুমোদিত শ্রমিক সংগঠন হিন্দুস্থান স্টীল ওয়ার্কাস ইউনিয়নের সাধারন সম্পাদক রজত দিক্ষিত সহ অন্য ইউনিয়ন নেতারা। সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের সিদ্ধান্ত অনুযায়ী ন্যয্য বার্ষিক পূজা বোনাস সহ মোট ১৪ দফা দাবির ভিত্তিতে সমস্ত ইস্পাত কারখানার সঙ্গেই দুর্গাপুর ইস্পাত কারখানাতেও ৫টি কার্যকরী কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের যৌথ মঞ্চ ইডি (ওয়ার্কস) অফিসের সামনে এই বিক্ষোভ সমাবেশ করে। এই বিক্ষোভে ইনটাকের রজত দিক্ষিত,পরেশ নাথ কর্মকার,সিটুর পক্ষে সীমান্ত চ্যাটার্জী,ললিত মিশ্র,বিএমএসের মানস চ্যাটার্জী,অরূপ রায়,এআইটিইউসির শম্ভু চরণ প্রামানিক,  নিরঞ্জন রায় ও ইউটিইউসির বিশ্বনাথ মন্ডল প্রমূখ উপস্থিত ছিলেন। বিক্ষোভ চলাকালীন যৌথ ইউনিয়নগুলির পক্ষ থেকে ইডি ওয়ার্কস এর কাছে দাবিপত্র জমা দিয়ে আসা হয়। ইনটাক নেতা রজত দিক্ষিত জানান, “আমরা যৌথ ইউনিয়নের পক্ষে বার্ষিক পুজো বোনাস ৪০,৫০০ টাকা দাবি করেছি। কিন্তু কর্তৃপক্ষ বারবার বৈঠক করেও এই দাবি না মানায় আমরা বাধ্য হয়ে বিক্ষোভে সামিল হয়েছি। এরপর কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নেয় দেখে আমরাও পরবর্তী পদক্ষেপ নেব”।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments