সার্থক কুমার দে, লাউদোহাঃ বৃহস্পতিবার কয়লা খনি বেসরকারিকরণের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করল শ্রমিক সংগঠন কয়লা খাদান শ্রমিক কংগ্রেস। উপস্থিত ছিলেন কয়লা খাদান শ্রমিক কংগ্রেস সংগঠনের মহাসচিব তথা জামুরিয়ার তৃণমূল বিধায়ক হরেরাম সিং, সংগঠনের অর্গানাইজেশন সেক্রেটারি(মাধাইপুর কোলিয়ার) গৌতম ঘোষ, গোগলা পঞ্চায়েতের প্রধান শ্যামল বাগদী সহ সংগঠনের নেতা, কর্মী, সমর্থক ও শ্রমিকেরা। মাধাইপুর কোলিয়ারি থেকে শুরু হয় প্রতিবাদ মিছিলটি। সেখান থেকে ইসিএলের পাণ্ডবেশ্বর এরিয়ার লস্করবাঁধ, মাদারবুনি হয়ে মিছিলটি শেষ হয় সাউথ শ্যামলা কোলিয়ারিতে। গৌতম ঘোষ জানান, কেন্দ্রের বিজেপি সরকার কয়লা খনি বেসরকারিকরণের নীতি নিয়েছে যা শ্রমিক স্বার্থের পরিপন্থী। আমরা এই সিদ্ধান্তের সর্বাত্মক বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছি। অন্যদিকে সংগঠনের মহাসচিব হরেরাম সিং বলেন কয়লা খনি বেসরকারিকরন এর ফলে শ্রমিকদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। ক্ষতি হবে এলাকার অর্থনীতি। তাই বেসরকারিকরণ রুখতে সংগঠনের পক্ষ থেকে এক মাস ব্যাপী বিক্ষোভ, প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে।